নির্বাচনী হলফনামায় তথ্য লোকানোর অভিযোগ, গ্রেফতারির আশঙ্কা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

বাংলাহান্ট ডেস্কঃ রয়েছেন দুই স্ত্রী। কিন্তু হলফনামায় উল্লেখ নেই দ্বিতীয় স্ত্রী পুত্রের নাম। সেইসঙ্গে বেঙ্গালুরুর একটি সংস্থায় রয়েছে ২ লক্ষ টাকার শেয়ার। নির্বাচনী হলফনামায় সবটাই গোপন করে গেছেন বিজেপি (bjp) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)- এবার এমনটাই অভিযোগ উঠল।

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আগামী ১৪ ই ফেব্রুয়ারি সাংসদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন বারাসত দ্বিতীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। শুধু হাজিরাই নয়, সেখানে উপস্থিত হয়ে এই ভুল তথ্য দেওয়ার কারণও বর্ণনা করতে হবে অর্জুন সিংকে। নাহলে হতে পারেন গ্রেফতার।

বাংলা,বাংলা খবর,bangla news,west bengal,বিজেপি,bjp,অর্জুন সিং,Arjun Singh

জানা গিয়েছে, চলতি বছর ১১ ই ফেব্রুয়ারি জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বারাসত আদালতে অভিযোগ করেছিলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী হলফনামায় ‘ভুল’ তথ্য দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। নিজের সম্পত্তি থেকে শুরু করে, নিজের স্ত্রী সম্পর্কেও ভুল তথ্য দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মামলা শুরু হয়। সেই মর্মে সাংসদের বাড়িতে সমনও পাঠানো হয়েছে। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ যদি এসে হাজিরা না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হবে।

সূত্রের খবর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী হলফনামায় একজন স্ত্রী আছে বলে উল্লেখ করেছিলেন সাংসদ অর্জুন সিং। কিন্তু জানা গিয়েছে, তাঁর আরও আকজন স্ত্রী রয়েছে, নাম শ্রাবন্তী সিং এবং রয়েছে একটি পুত্র সন্তানও, নাম অভিরুপ সিং। সেইসঙ্গে বেঙ্গালুরুতে একটি সংস্থায় ২ লক্ষ টাকার শেয়ারও রয়েছে অর্জুন সিংয়ের। আর এই সমস্তটাই গোপন রাখার অভিযোগ উঠেছে সাংসদের বিরুদ্ধে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর