শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর! ৮০০০ শিক্ষক নিয়োগের ঘোষণা, বাধ্যতামূলক নয় TET পাশ

Job news: শিক্ষকতাকে যারা পেশা হিসাবে বেছে নিতে চান তাদের জন্য সুখবর। আর্মি ওয়েলফেয়ার এডুকেশান সোসাইটি সম্প্রতি ৮০০০ শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে বাধ্যতামূলক নয় TET পাশ করা।

   

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আর্মি ওয়েলফেয়ার এডুকেশান সোসাইটি জানিয়েছে ১৩৭ স্কুলের জন্য ৮ হাজার শিক্ষক নিয়োগ হবে। প্রাইমারি ট্রেন্ড টিচার (PRT), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT), পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) পদে হবে নিয়োগ।

ইতিমধ্যেই রেজিষ্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন করার শেষ দিন ২০ অক্টোবর।

৪ নভেম্বর প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড। অনলাইনে পরীক্ষা গ্রহন করা হবে ২০ ও ২১ নভেম্বর। ২ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে। অনভিজ্ঞ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের বেশি হবে না। অভিজ্ঞ আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৫৭ বছর।

শিক্ষাগত যোগ্যতা

PGT শিক্ষক : স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর এবং বি.এড

TGT শিক্ষক : ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক এবং বি.এড

PRT শিক্ষক : স্নাতক, বি.এড / ২ বছরের ডিপ্লোমা / ৪ বছরের কোর্স

TGT ও PRT শিক্ষকের ক্ষেত্রে প্রার্থী যদি টেট না পাশ করে থাকেন তবে অন্যান্য যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হলে তাকে অ্যাডহক পদ্ধতিতে নিয়োগ করা হতে পারে। বিস্তারিত জানতে awesindia.com ওয়েবসাইটে লগ ইন করুন।

সম্পর্কিত খবর