পাঁচ বছর পর অসম থেকে গ্রেফতার খাগড়াগড় বিস্ফোরণের চক্রী আজহার

বাংলা হান্ট ডেস্ক : আবারও পুলিশের জালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্য এক মূল অভিযুক্ত। ধৃত আজহার আলিকে অসমের বরপেটা এলাকা থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। 2014 সালে অক্টোবর মাসেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর জেএমবির অন্যতম সদস্য আজহার আলী ফেরার ছিল। টানা পাঁচ বছর ধরে ম্যারাথন তল্লাশি চালিয়েও তাঁকে খুঁজে পাওয়া যায়নি, অবশেষে ইন্টেলিজেন্স ব্যুরো ও এনআইএর পাওয়া তথ্যের ভিত্তিতে অসমের বরপেটা অঞ্চলে তল্লাশি চালিয়ে আজহারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানা গিয়েছে অসমের বরপেটা অঞ্চলে দীর্ঘদিন ধরেই আত্মগোপন করেছিল সে। যদিও শুধুমাত্র পশ্চিমবঙ্গের খাগড়াগড় নয় অসমেও একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল সে কিন্তু কোনও ভাবেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ইন্টালিজেন্স ব্যুরো এবং এনআইএর পাওয়া তথ্যের ভিত্তিতে কার্যত ওত পেতে বসেছিল অসম পুলিশ।

   

জানা গিয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম সদস্য আজাহার এই সংগঠনের আসাম মডিউলের মাথা ছিল, তবে অসমে আত্মগোপন করে থাকলেও বার বার সে নিজের ডেরা বদলাতে বলে পুলিশ সূত্রে খবর। আপাতত সাত দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে।

উল্লেখ্য, 2014 সালের অক্টোবর মাসে বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় হঠাত্ বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলেই দুই জঙ্গির মৃত্যু হয় এরপর ওই ঘটনার তদন্তের দায়ভার গ্রহণ করে এনআইএ। তদন্তে নেমে এনআইএ ঘটনার সঙ্গে জেএমবি র যোগ রয়েছে বলে জানতে পারে তদন্তকারী অফিসাররা। যদিও এর আগে আরও এক মূল চক্রী পুলিশের জালে ধরা পড়েছে।

সম্পর্কিত খবর