পুরনো বন্ধুকে খুব মিস করি, অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট নরেন্দ্র মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির দিগগজ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির (Arun Jaitley) আজ প্রথম মৃত্যু বার্ষিকী। ঠিক এক বছর আগে আজকের দিনেই উনি সবাইকে বিদায় জানিয়েছিলেন। জেটলির প্রথম মৃত্যু বার্ষিকীতে বিজেপির নেতারা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সমেত অনেক নেতাই আজ ওনাকে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার পুরনো বন্ধুকে খুব মিস করি।”

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ‘গত বছর আজকের দিনেই আমরা শ্রী অরুণ জেটলিকে হারিয়েছিলাম। আমি আমার বন্ধুকে ভীষণ মিস করি। অরুণ জি নিষ্ঠার সাথে ভারতের সেবা করেছেন। ওনার বুদ্ধি, আইনি কৌশল আর ব্যাক্তিত্ব মহান ছিল।”

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ট্যুইট করে লেখেন, ‘অরুণ জেটলি একজন উৎকৃষ্টমানের রাজনীতিবিদ, সুন্দর বক্তা আর একজন মহান মানুষ ছিলেন। ভারতীয় রাজনীতিতে ওনার সমতুল্য কেউ নন। ওনাকে সবসময় নিজের কৃতিত্ব, দেশভক্তি আর পরিবর্তনকারী দৃষ্টির স্মরণ করা হবে।”

বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ট্যুইট করে লেখেন, ‘প্রখর নেতা, বিচারক, পদ্মভূষণ থেকে সন্মানিত প্রাক্তন অর্থ মন্ত্রী শ্রী অরুণ জেটলির প্রথম মৃত্যু বার্ষিকীতে ওনাকে কোটি কোটি প্রণাম। রাষ্ট্রের নির্মাণের জন্য ওনার জনকল্যাণকারী নীতি এবং যোজনার অপ্রতিম যোগদান আজীবন মনে রাখা হবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর