চালক না থাকায় নিজেই ৩০ কিমি শববাহী গাড়ি চালালেন তৃণমূলের এই পুরপ্রশাসক

খুঁজে পাওয়া যায় নি চালককে। অগত্যা নিজেই শববাহী গাড়ির স্টিয়ারিং এ বসলেন পুর প্রশাসক অরূপ ধাড়া। স্বচ্ছন্দ্যে ৩০ কিমি চালিয়ে নিয়ে গেলেন শেষকৃত্যের জন্য।

চন্দ্রকোনা,অরূপ ধাড়া,chandrakona,arup dhara,bengali
ছবি প্রতীকী
   

জানা যাচ্ছে, চন্দ্রকোনার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী দলুই হঠাৎই আক্রান্ত হন হৃদরোগে। অরূপ ধাড়া নিজেই উদ্যোগ নিয়ে মহিলাকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় ঐ মহিলার।

মহিলার মৃত্যুর পর পাওয়া যাচ্ছিল না শববাহী গাড়ি। বার বার চালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয় নি পরিবার৷ অগত্যা তারা আবার অরূপ ধারার শরণাপন্ন হন।

নিজেও চেষ্টা করে শববাহী গাড়ি চালকের সাথে যোগাযোগ করতে পারেন নি পুর প্রশাসক৷ ততক্ষণে ঘড়ির কাঁটা পেরিয়েছে বারোর কাঁটা৷ উপয়ান্তর না দেখে পুরসভা থেকে শববাহী গাড়ি বের করে নিজেই স্টিয়ারিং হাতে নেন অরূপ বাবু৷

গভীর রাতে এমন দৃশ্য যে দেখা যাবে তা ভাবতে পারেন নি কেউ। পুর প্রশাসককে শববাহী গাড়ি চালকের ভূমিকায় দেখে বিস্মিত হয় মৃতার পরিবার৷ এই উপকারে কৃতজ্ঞতায় পুর প্রশাসককে ধন্যবাদ দিচ্ছেন তারা। জানা যাচ্ছে, পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দিয়েছেন তিনি।

 

 

সম্পর্কিত খবর