দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ করোনার সংকটের মধ্যে আরও একবার কেন্দ্র সরকার এবং দিল্লী সরকারের মধ্যে সংঘাতের খবর প্রকাশ্যে আসছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel) অভিযোগ করে বলেছেন যে, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) তেরঙ্গার (National Flag Of India) অপমান করেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবার দিল্লীর উপ-রাজ্যপাল অনিল বৈজল এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে চিঠি লিখেছেন।

কেন্দ্রীয় সাংস্কৃতিক আর পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল অভিযোগ করে বলেন, কিছুদিন ধরেই অরবিন্দ কেজরীবালের প্রেস কনফারেন্সে দেখা যাচ্ছে যে, ওনার পিছনে থাকা দুটি জাতীয় পতাকায় সবুজ অংশ বেড়ে গিয়েছে। আমি এরজন্য দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে একটি চিঠি লিখেছি, আর সেই চিঠির একটি কপি উপ-রাজ্যপালের কাছেও পাঠিয়েছি।

নিজের চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, অরবিন্দ কেজরীবালের প্রেস কনফারেন্সের সময় ওনার পিছনে যেই ভারতীয় পতাকা দেখা যায়, সেটিতে সাদা অংশ কমিয়ে সবুজ অংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা জারি করা নির্দেশিকার লঙ্ঘনের পাশাপাশি দেশের পতাকারও অবমাননা। কেন্দ্রীয় মন্ত্রী দিল্লীর মুখ্যমন্ত্রীর কাছে জাতীয় পতাকার মর্যাদা ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি দিল্লীর উপ রাজ্যপালকেও এই বিষয়ে দৃষ্টিপাত করার আবেদন জানিয়েছেন।

Prahlad Singh Patel,National Flag Of India,Arvind Kejriwal,Bangla News,Bengali News,বাংলা,খবর,সংবাদ,নিউজ

বলে দিই, করোনাকালে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল লাগাতার ডিজিট্যাল প্রেস কনফারেন্স করছেন। যখন তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেন, তখন ওনার পিছনে দুটি জাতীয় পতাকা দেখা যায়। এবার সেই পতাকাগুলো বেনিয়ম করে লাগানোর অভিযোগ উঠেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর