DR বিঞ্জপ্তিতে নেই,তা হলে বকেয়া ডিআর পাবে না, শুরু তর্জা

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কর্মচারীদের মধ্যে দীর্ঘ দিনের ক্ষোভ শীঘ্রই অবসান হতে চলেছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী আগামী নতুন বছরের শুরু থেকেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পাবেন৷ তাই ইতিমধ্যেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নয়া পেনশন এর পরিমাণ ঘোষণা করা হয়েছে৷তবে পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বিক্ষোভ প্রকাশ করেছে বিরোধী কর্মচারী সংগঠনগুলি৷

বেতন কমিশনের বিজ্ঞপ্তিতে ডিআর অর্থাত্ ডিআরএস রিলিফ এর উল্লেখ না থাকায় সরব বিরোধী কর্মচারী সংগঠনগুলি, তাঁদের দাবি ডি আর এর উল্লেখ না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে অবসরপ্রাপ্তদের৷ সংগঠনগুলির দাবি যদি মহার্ঘ্য ভাতা বাড়িয়ে দেওয়া হত সে ক্ষেত্রে 2016 সালের জানুয়ারি মাস থেকে সেই পরিমাণ দাঁড়াত 125 শতাংশ, কিন্তু তার তিন বছর পর থেকে 2019 এর জানুয়ারি মাস থেকে 125 শতাংশ ডিএ বা ডি আর দেওয়া হয়েছে৷ যা সময়ের হিসেব নিরিখে অনেকটাই কম৷

যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি বছর জুলাই মাসে এবং আগামী বছর জানুয়ারি মাসে দুটো কিস্তিতে মহার্ঘ ভাতা পাবেন, সে ক্ষেত্রে সময়ের ব্যবধানে রাজ্যের কর্মচারীদের বেতনের ব্যবধান আরও বাড়বে৷ একই সঙ্গে বেতনের পাশাপাশি পেনশনের ক্ষেত্রেও ব্যবধান ঘটবে বলে দাবি বিরোধী কর্মচারী সংগঠনের৷ অন্যদিকে বেতন বৈষম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা৷ রাজ্য সরকারের ন্যূনতম বেতন নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে কর্মচারীদের মধ্যে৷

এবং বেসিক পেনশন নিয়ে ও কর্মচারীদের মধ্যে জোর তরজা শুরু হয়েছে৷ যেহেতু অবসর নেওয়ার পর কর্মচারীদের আয় অনেকটাই কমে যায় সে ক্ষেত্রে বেসিক পেনশনের ওপর বিশেষ নজর দেওয়া উচিত ছিল বলে জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়৷ তাই তাঁদের দাবি নিয়ে সরকার মাথা না ঘামালেও সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মলয় মুখোপাধ্যায়৷

সম্পর্কিত খবর