বর্ষা বিদায় নিলেও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি

বাংলা হান্ট ডেস্ক : খাতায় কলমে না হলেও বর্ষা বঙ্গ থেকে বিদায় নিয়েছে একপ্রকার নিশ্চিত। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর চলতি বছরে আর বঙ্গে বর্ষা ফেরার সম্ভাবনা নেই।শীত না এলেও শীতের আমেজ কিন্তু আস্তে আস্তে বঙ্গে প্রবেশ করেছে। যদিও দক্ষিণ ভারতে মৌসুমি বায়ু বর্তমান তাই বৃষ্টি চলছে। কিন্তু বঙ্গের আবহাওয়া বেশ মনোরম। তবে এরই মধ্যে দুঃখবর শোনাল আলিপুর হাওয়া অফিস। আগামী তিনদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি করলে হাওয়া অফিস। তবে বৃষ্টির সঙ্গে ব্রজ্র্যপাতের সম্ভাবনাও রয়েছে।

Bhopal: Rains lash Bhopal on June 14, 2019. (Photo: IANS)
   

যদিও বৃহস্পতিবারের সকালটা বেশ রৌদ্রজ্বল ছিল। কিন্তু বেলা বাড়তে বাড়তেই স্বমূর্তি বদল করতে শুরু করেছে সূর্য দেব। তাই এদিন বিকেল থেকেই বৃষ্টির  সম্ভাবনা রয়েছে বলেই খবর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর, নদীয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি একইসঙ্গে আগামী ২ দিনে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

রোদ থাকলেও অন্যান্য দিনের মতো সকালে ঠান্ডার আমেজ ছিল না এদিন সকালে থেকেই।আসলে দক্ষিণ কর্ণাটক থেকে শ্রীলঙ্কা অবধি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরেই এই বৃষ্টির ভ্রুকুচি। তবে এখনও অবধি পশ্চিমবঙ্গের উপকূল বর্তী অঞ্চলে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। অন্যদিকে চলতি অক্টোবর মাসের শেষে নাকি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ, এমনটাই জানিয়েছে একটি বেসরকারি হাওয়া অফিস।

ওড়িশা থেকে বাংলাদেশ অবধি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বলেই খবর। তবে আগামী তিনদিন বৃষ্টি হলেও মৌসুমি বায়ু কিন্তু রাজ্যে আর সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই। তবে শীতের আগে বৃষ্টি উপভোগ করতে আমজনতার যে বেশ মজাই লাগবে তা বোঝাই যাচ্ছে।

সম্পর্কিত খবর