শ্রীলঙ্কার মতো ভারতের PM আবাসেও ঢুকে পড়বে আম জনতা! বিস্ফোরক মন্তব্য ওয়াইসির

বাংলা হান্ট ডেস্ক : আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) সংবাদের শিরোনামে থাকতে বড় ভালোবাসেন। মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতি গরম করে তুলতে তিনি সিদ্ধ হস্ত। এআইএমআইএম-র প্রধান আসাউদ্দিন ওয়াইসি সম্প্রতি জয়পুরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করলেন। তাঁর আক্রমণ থেকে বাদ গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

   

ওয়াইসি বললেন, ওই দিন আর বেশি দূরে নেই যে দিন শ্রীলঙ্কার মতোই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনেও ঢুকে পড়বে আম জনতা। জয়পুরে আয়োজিত ‘টেক জার্নালিজম’ এর ফাইনাল সেশনের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করেন শ্রীলঙ্কার সঙ্গে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার আজ এই অবস্থা কারণ ওখানকার সরকার বেকারত্ব ও মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করেনি। আর কিছু দিনের মধ্যে দেশের যুবকরা প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে বলবে আমাদের চাকরি দাও। যদিও আমি চাইনা এটা হোক। নাহলে আগামীকাল আমার বিরুদ্ধে ইউএপিএ-এর অভিযোগ আনা হবে।’

ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি নিশানা করেন ভরতের সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালকেও। আসাউদ্দিন ওয়াইসি বলেন, ‘অজিত ডোভালের উচিত সবাইকে বলা কে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। এনএসএ-এর উচিত সকলকে বলা যে ‘কিছু কিছু উপাদান’ ধর্মান্ধতা ছড়াচ্ছে। কেন তারা এই জিনিস তৈরি করছে? অজিত ডোভাল ধর্ম ও আদর্শের নামে শত্রুতা সৃষ্টির চেষ্টাকারী উগ্রবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন ধর্মের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।’

আরএসএস নিয়েও বেশ কড়া ভাষায় আক্রমণ করলেন আসাউদ্দিন ওয়াইসি। আরএসএসের-এর নেতা একবার বলেন, ‘ওয়াইসি এখনও ভারতীয় হয়ে উঠতে পারেন নি।’ এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ওয়াইসি। তিনি বলেন, সমঝোতা ট্রেন বিস্ফোরণ মামলায় যিনি নিজে এক সময় আসামি ছিলেন, তার কাছ থেকে আমার কোনো শংসাপত্র নেওয়ার দরকার নেই। তিনি বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে কোন প্রার্থনা করা হয়। ইউনিয়নের শাখাগুলিতে, সংবিধানের উপর বা অন্য কারও উপর শপথ নেওয়া হয় তাও জনগণের সামনে রাখতে হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর