ভূমি পুজোয় রেগে লাল ওয়াইসি বললেন, আজ হিন্দুদের সফলতার দিন

বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দির ভূমি পুজো অনুষ্ঠান প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদীর হাতে সম্পন্ন হয়েছে। অযোধ্যায় রাম মন্দির শিলন্যাস কার্যক্রমের পর AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন খাড়া করেন। ওয়াইসি বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি, প্রধানমন্ত্রী ভূমি পুজোয় যেন অংশ না নেন। কারণ উনি কোন সম্প্রদায়ের প্রধানমন্ত্রী না, ভারতের একটাই ধর্ম। ওয়াইসি বলেন, এটা গণতন্ত্রের হার।

   

ওয়াইসি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেওয়া দেশের ধর্মনিরপেক্ষ নীতির লঙ্ঘন। আজ হিন্দুদের জন্য একটি সফল দিন, কারণ নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী রুপে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজকের অনুষ্ঠান ভারতের প্রতীক। কিন্তু উনি একজন দেশের প্রধানমন্ত্রী, আর ওনাকে এটা বোঝা উচিৎ যে, দেশের প্রতীক কোন মন্দির অথবা মসজিদ হতে পারে না।”

ওয়াইসি আরও বলেন, ‘এটা হিন্দুদের সাফল্যের দিন কারণ আজকের অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান উপস্থিত ছিলেন। উনি ওখানে কেন ছিলেন? ভাগবত বলেছেন যে নতুন ভারত বানাতে চান। কি এই নতুন ভারত? নতুন ভারত যেখানে মুসলিমদের সাথে বৈষম্য করা হবে।”

এর আগে আজ সকালে আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বাবরি মসজিদকে স্মরণ করেন। উনি বলেন, ১৫২৮ সালে অযোধ্যায় মুঘল সম্রাট বাবর মসজিদের শিলন্যাস করেছিলেন। সেই মসজিদটির গুম্বজ ১৯৯২ এর ৬ ডিসেম্বর রাম মন্দির আন্দোলনে করসেবকেরা ভেঙে দেন। ওয়াইসি ট্যুইটে লেখেন, ‘বাবরি মসজিদ ছিল, আছে আর থাকবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর