ফের এক মৃত‍্যুসংবাদ বলিউড থেকে, প্রয়াত কিংবদন্তি অশোক কুমার-কন‍্যা ভারতী জাফরি

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবর এসেই চলেছে বলিউড (Bollywood) থেকে। দীর্ঘ অসুস্থতার পর বুধবার সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে ফের আরেক মর্মান্তিক মৃত‍্যু সংবাদ এল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের (Ashok Kumar) কন‍্যা ভারতী জাফরি (Bharti Jaffrey) প্রয়াত।

মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ভারতী। দীর্ঘদিন ধরেই রোগশয‍্যায় ছিলেন তিনি। ভুগছিলেন একাধিক অসুখে। অভিনেত্রী নন্দিতা পুরি এই দুঃখের খবর জানিয়েছেন সংবাদ মাধ‍্যমকে। তিনি বলেন, “ভারতী জাফরি অত‍্যন্ত নম্র এব‌ং উষ্ণতাপূর্ণ মানসিকতার মানুষ ছিলেন। অনুরাধা প‍্যাটেল এবং কনওয়ালজিৎ সিং পারিবারিক বন্ধু হলেও ভারতী দি তাঁর আচরণ দিয়ে আমাদের মুগ্ধ করে দিয়েছিলেন।”

ashok kumar bharti jaffrey
তিনি আরো বলেন, “আমাকে প্রত‍্যেক বছর জন্মদিনে শুভেচ্ছা পাঠাতে ভুলতেন না। তেমনি কোথাও ঘুরতে গেলে উপহার নিয়ে আসতেন। ওঁকে খুব মিস করব। আর উনি যে কী দারুন অভিনেত্রী ছিলেন সেটাও ভুললে চলবে না।”

কিংবদন্তি অভিনেতা অশোক কুমার প্রয়াত হয়েছেন আগেই। ২০০১ সালের ১০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। এবার বিদায় নিলেন তাঁর মেয়েও।  মঙ্গলবারই চেম্বুর শ্মশানে শেষকৃত‍্য সম্পন্ন হয় ভারতীর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

বাবার মতো অভিনয়ে এলেও অতটা নাম করতে পারেননি ভারতী। মহাশ্বেতা দেবীর উসন‍্যাস অবলম্বনে তৈরি হিন্দি ছবি ‘হাজার চুরাশি কি মা’ (১৯৯৮), ‘সাঁস’ (১৯৯৯), ‘দামন: এ ভিকটিম অফ ম‍্যারিটাল ভায়োলেন্স’ (২০০১) এর মতো ছবিতে অভিনয় করেছিলেন ভারতী জাফরি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর