হরিয়ানায় কংগ্রেসে ভাঙন! নির্বাচনের ১৫ দিন আগে দল ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০১৯ এর আগেই বড়সড় ঝটকা খেলো কংগ্রেস। হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার (Ashok Tanwar) দল থেকে ইস্তফা দেন। উনি দলের উপর নির্বাচনের টিকিট বিক্রি করার অভিযোগ তুলে দল থেকে ইস্তফা দেন। আপনাদের জানিয়ে রাখি, অশোক তানওয়ার বেশ কিছুদিন ধরেই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুড্ডার কাজে বিক্ষুব্ধ ছিলেন।

কিছুদিন আগেই অশোক তানওয়ার থেকে দলের দ্বায়িত্ব কেড়ে নিয়ে কুমারী শৈলেজাকে দেওয়া হয়। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে উনি দলের সমস্ত রকপ পদ থেকে ইস্তফা দেন। কিছুদিন আগে ওনাকে রাজ্যে কংগ্রেসের প্রচারক ঘোষণা করা হয়েছিল। কিন্তু শনিবার উনি বড় সিদ্ধান্ত নিয়ে দল থেকেই ইস্তফা দিয়ে দেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ঠিক আগে, অশোক তানওয়ারের দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেসের বড়সড় ঝটকা হিসেবেই মানা হচ্ছে।

কিছুদিন আগে অশোক নিজের সমর্থকদের নিয়ে দিল্লীতে সনিয়া গান্ধীর আবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর অশোক তানওয়ার আর তাঁর সমস্ত সমর্থকেরা দল থেকে ইস্তফা দেওয়ার হিড়িক লাগিয়ে দেয়। হরিয়ানা কংগ্রেসের আরেকজন প্রাক্তন সভাপতি ধর্মপাল মালিক অশোকের সমর্থন করে কংগ্রেস নেতৃত্বের দিকে আঙুল তোলেন। উনি বলেন, পরিবারে যদি এমন কিছু হয়, তাহলে ক্ষতি তো হবেই।

হরিয়ানা বিধানসভার নির্বাচনের জন্য শুক্রবার ৪ অক্টোবর নমিনেশন দাখিল করার সময় শেষ হয়ে যায়। এরপর আজ নির্বাচন কমিশন মনোনয়ন পত্র গুলোর পরীক্ষা নিরীক্ষা করবে। সাত অক্টোবর পর্যন্ত প্রার্থীরা নিজের নাম ফেরত নিতে পারবে। হরিয়ানার সমস্ত ৯০ টি বিধানসভার আসনের জন্য এক দফায় আগামী ২১ অক্টোবর ভোট গ্রহণ হবে। এরপর ২৪ অক্টোবর ফল ঘোষণা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর