দেশবাসীকে করোনা সম্পর্কে সচেতন করতে নিজের টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করলেন অশ্বিন।

গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনা সংক্রমণ তীব্র আকার ধারন করেছে। আতঙ্কিত হয়ে রয়েছে পুরো ভারতবর্ষও। এই মুহূর্তে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পুরো দেশ লকডাউন করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস ব্যাপক প্রভাব ফেলেছে বিশ্বজুড়ে ক্রীড়াক্ষেত্রে, করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে রয়েছে একের পর এক টুর্নামেন্ট। কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এবার করোনা ভাইরাস সম্পর্কে দেশবাসীকে আরও বেশি সচেতন করতে ভারতীয় ক্রিকেট দলের লেগস্পিনার রবি অশ্বিন নিজের টুইটার আকাউন্টের নাম বদলে দিলেন।

করোনা ভাইরাস যে কতটা ভয়াবহ সেটা ভালো ভাবেই জানেন অশ্বিন। সেই কারণে এই ভাইরাস সম্পর্কে দেশের মানুষকেও সচেতন করতে নিজের টুইটার আকাউন্টের নাম বদলে দিলেন তিনি। পুরোনো নাম বদলে নতুন নাম রাখলেন, ”লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া।”

1776037767d2064eb5e66024d0f35183f8c6eaef4

অশ্বিন জানিয়েছেন করোনা ভাইরাস এই মুহূর্তে বিশ্বজুড়ে যে ভয়াবহ আকার ধারণ করছে তাতে ভারতবর্ষের জন্য আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা রবিবার জনতা কারফিউতে ব্যাপক সাড়া দিয়েছেন দেশবাসী। সেই কারণেই দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে আগামী তিন সপ্তাহ পুরো দেশ লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন অশ্বিন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর