জাপানকে টেক্কা দিয়ে এশিয়া কাপ থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরছে ভারতীয় দল

 বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফাইনালের টিকিট হাতছাড়া হয়েছিল। তারপরও শক্তিশালী জাপানকে হারিয়ে এশিয়া কাপ থেকে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করলো অনভিজ্ঞ ভারতীয় পুরুষ হকি দল। বুধবার মালয়েশিয়ার জাকার্তায় আয়োজিত ব্রোঞ্জ পদকের নির্ণায়ক ম্যাচে জাপানকে ১-০ ফলে হারিয়ে ম্যাচ জেতার সাথে সাথেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায় ভারতীয় দলের। ভারতের হয়ে ম্যাচের হাত মিনিটে গোল করেন রাজকুমার পাল। যদিও তার আগে, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচটি ৪-৪ ফলে ড্র হওয়ায় ভারত ফাইনালের দৌড় থেকে ছিটকে যায়।

   

এখনও এই টুর্নামেন্টের ফাইনালটি বাকি যেখানে মুখোমুখি হবে কোরিয়া রিপাবলিক এবং মালয়েশিয়া। অত্যন্ত অনভিজ্ঞ দল নিয়ে এই টুর্নামেন্টে গিয়েছিল ভারতীয় হকি দল। তারা ফাইনালে উঠতে না পারলেও ভারতের ক্রীড়াপ্রেমীদের মন জয় করতে সক্ষম হয়েছে। গ্রূপপর্বেও সাহসী পারফরম্যান্স উপহার দিয়েছিল ভারত। এরপর আজ ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হয়।

ইতিমধ্যেই ভারতীয় দলকে শুভেচ্ছ বার্তা পাঠিয়েছেন অন্যান্য ক্ষেত্রের অনেকেই। ভারতীয় ক্রিকেট দলের হয়ে একসময় ক্রিকেট খেলা তারকা অফস্পিনার হরভজন সিং সকলের আগে শুভেচ্ছা জানিয়েছে তাদের। তিনি বলেছেন এই জয় ভারতীয়দের গর্বিত করবে।

এই টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে তখন, যখন ইন্দোনেশিয়াকে দুরমুশ করেছিল ভারত। সুপার ফোরে সুযোগ পাওয়া ভারতের পক্ষে একসময় প্রায় অসম্ভবের সামিল ছিল। কারণ সুপার ফোরের টিকিট পেতে গেল ভারতকে জিততে হতো ১৫ গোলের ব্যবধানে। কিন্তু ভারত সেই ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়েছিল ১৬-০ ফলে। হ্যাটট্রিক করেছিলেন ভারতের দিপশান তীরকে এবং সুদেব বেলিমগ্গা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর