ভারতীয় ফুটবলে খুশির খবর! ২০২২ মহিলা এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত।

গত ফেব্রুয়ারি মাসে আয়োজক দেশ হিসেবে ভারতের নাম প্রস্তাবিত করা হয়েছিল। এবার সরকারি ভাবে সেই প্রস্তাবে সিলমোহর দিল এশিয়া ফুটবল ফেডারেশন। 2022 সালে মহিলা এশিয়া কাপের আসর বসতে চলেছে ভারতে। সেই প্রস্তাবে সিলমোহর দিল এশিয়া ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার সরকারি ভাবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে এশিয়া ফুটবল কনফেডারেশনের তরফে পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে।

   

2022 মহিলা এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারতের সাথে লড়াইয়ে ছিল উজবেকিস্থান এবং চাইনিজ তাইপে। ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত করা হলেও করোনার জন্য সমস্ত কাজ থমকে ছিল। করোনার কারণেই সরকারি ভাবে নাম প্রস্তাবিত করতে এত দেরি হল বলে জানিয়েছে এশিয়া ফুটবল ফেডারেশন। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এশিয়া কাপের দিনক্ষণ এবং ভেন্যু ঠিক করা হয়নি, তবে জানা গিয়েছে 2022 সালের ডিসেম্বর মাসে শুরু হবে মহিলা এশিয়া কাপ এবং চলবে 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত।

1980 সালে প্রথমবার মহিলা এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেয়েছিল ভারত। আর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মাটিতে বসতে চলেছে মহিলা এশিয়া কাপের আসর। এই নিয়ে দ্বিতীয় বার মহিলা এশিয়া কাপ আয়োজন হতে চলেছে ভারতের মাটিতে। এশিয়া কাপে ভারতীয় মহিলা দল দু’বার রানার্স হয়েছে। ভারতীয় মহিলা ফুটবল দল শেষবার এশিয়া কাপ খেলেছে 2003 সালে। তবে এই বছর যেহেতু ভারতের মাটিতে এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে তাই ভারতীয় মহিলা দলকে কোন প্রকার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না। সরাসরি এশিয়া কাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে ভারতীয় মহিলা ফুটবল দল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর