৫০ বছর পর গুজরাতে দেখা মিলল বাঘের চেয়েও হিংস্র ‘ঢোল’ কুকুরের, এক সময় শিকার করলে পাওয়া যেত উপহার

বাংলাহান্ট ডেস্কঃ প্রায় অর্ধ শতাব্দী পর গুজরাতে (gujarat) দেখা মিলল এশিয়াটিক ওয়াইল্ড ডগ (Asiatic wild dog) এর। স্থানীয় ভাবে যার নাম ঢোল কুকুর। নামে যতই ঢোল থাকুক সে কিন্তু মোটেই ‘ঢোল গোবিন্দ’ নয়, বরং শক্তি ও হিংস্রতায় সে টেক্কা দেবে বাঘকেও।

করোনার কারণে কার্যত বিশ্বের একটা বিরাট অংশ গৃহবন্দী। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা। সামাজিক মাধ্যমে একের পর এক পাল্লা দিয়ে ভাইরাল হয়ে চলেছে সেই ছবি।

নিজের থেকে প্রায় ১০ কেজি বেশি ওজনের শিকার অনায়াসে করতে পারে এই ঢোল কুকুর । প্রথমেই শিকারের চোখে আক্রমণ করতে অভ্যস্ত এরা। শিকারের চোখ নষ্ট করে শিকারকে অন্ধ করে দেয় এই কুকুর। ১৯৭০ সালে এই কুকুর মারতে পারলে ২ টাকা পুরষ্কার পাওয়া যেত। তবে বর্তমানে তারা এতটাই বিরল দীর্ঘ ৫০ বছর তাদের দেখা মেলেনি।

গুজরাতের ভানসদা ন্যাশনাল পার্কের সানহাদি রেঞ্জ এলাকায় বনকর্মীরা দু’টি বিরল প্রজাতির কুকুর দেখতে পান । তাদের উপর নজর লাগানোর জন্য জঙ্গলে গোপন ক্যামেরা বসানো হয় । ক্যামেরাতেই তাদের গতিবিধি বুঝতে পারেন বনকর্মীরা।
টুইটারে IFS অফিসার প্রবীণ কাসওয়ান এই কুকুরের ছবি শেয়ার করার সাথে সাথেই নেট পাড়ায় শোরগোল শুরু হয়।

এর আগে, ময়ূরের দেখা মিলেছিল কলকাতার কাছে ব্যারাকপুর শহরের প্রকাশ্য রাস্তা ও কলেজে। ব্যারাকপুর সেনা ছাউনি এলাকায় রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে ময়ূরটিকে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাগ করে নেন সুবীর সাহা নামে এক নেটিজেন। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছিলেন নেট পাড়ার বাসিন্দারা।

সম্পর্কিত খবর