অসম-বাংলায় নাশকতার ছক, ৫ জেএমবি জঙ্গির বিরুদ্ধে চার্জশিট NIA-এর

বাংলা হান্ট ডেস্কঃ  জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জেএমবি জঙ্গির দল অসম এবং বাংলায় নাশকতার ছক কষেছিল জেএমবি জঙ্গি দল।  ইতিমধ্যেই সেই নাশকতার অভিযোগে অসমের বরপেটায় গ্রেফতার করা পাঁচ জেএমবি জঙ্গির বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। শুক্রবার, অসমের গুয়াহাটির বিশেষ NIA আদালতে অভিযোগপত্র জমা করেছে সংস্থাটি।

গোয়েন্দা সংস্থার দাবি, একসঙ্গে কাজ করছিল বাংলা ও অসমের শাখা সংগঠন। অসমে বসেই পরবর্তী হামলার ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করছিল তারা। রোহিঙ্গা গণহত্যার প্রতিশোধ নেওয়ার নামে জেহাদ উসকে এই দুই রাজ্যে হামলার ছক কষছিল বাংলাদেশের এই জঙ্গিগোষ্ঠী। তদন্তকারী সংস্থাটি আরও জানিয়েছে, ধৃতদের অনেকেই পশ্চিমবঙ্গের শিমুলিয়া মাদ্রাসায় প্রশিক্ষণ নিয়েছে।

গোয়েন্দা সূত্রে আরও জানানো হয়েছে, অবৈধভাবে অস্ত্র জোগাড় করে নাশকতার ছক কষছিল এই জঙ্গিরা। অসমের বরপেটা জেলার কুখ্যাত জঙ্গিনেতা ও খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম চক্রী সাহানুর আলমই ওই ৫ জনকে দলের সদস্য পদে নিযুক্ত করে। উল্লেখ্য, খাগড়াগর বিস্ফোরণে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলে রয়েছে সাহানুর।

২০১৯ সালের ৩০ জুলাই গোপন খবরের ভিত্তিতে বরপেটায় রহমান নামে এক সন্দেহভাজন জঙ্গির বাড়িতে অভিযান চালায় অসম পুলিশ। সেখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাকে জেরা করেই এই পাঁচ জেএমবি জঙ্গির কথা জানতে পারে। মামলার গুরুত্ব বুঝে ওই বছরের শেষের দিকে তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় গোয়েন্দা সংস্থার হাতে।

 

সম্পর্কিত খবর