বিধানসভা উপনির্বাচন 2019! নিজের দুর্গেই ছক্কা হাঁকাতে সুজাতাকে হাতিয়ার দিলীপের

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা তার পরেই পশ্চিমবঙ্গের তিন তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, খড়্গপুর সদর কালিয়াগঞ্জ এবং করিমপুর। তিনটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি আর এই তিনটি বিধানসভা কেন্দ্রকে নিজেদের বাগে আনতে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করেছে গেরুয়া বাহিনী। আর তাই নিজের দুর্গ অর্থাত্ খড়্গপুর সদরে ছক্কা হাঁকাতে একেবারে মাঠে নেমে পড়েছে দিলীপ ঘোষ।845682 dilip emotional 1

তাই তো এ বার সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ কে হাতিয়ার করে এগোতে চাইছেন দিলীপ ঘোষ। যেহেতু লোকসভা নির্বাচনের সময় নিজের স্বামীর হয়ে প্রচারে নেমে যেভাবে স্বামীকে বিপুল ভোটে জয়ী করেছেন সুজাতা খাঁ তাই এ বার প্রচারের জন্য বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ খড়গপুর মাঠে নামালেন সুজাতাকে।

যেহেতু এবারের খড়্গপুরে ত্রিমুখী লড়াই হবে কারণ তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে যদিও এখানেই শেষ নয় বিজেপির ভোট কাটাতেই খড়্গপুরে শিবসেনাও প্রার্থী দিয়েছে আর তাই তো উপনির্বাচনেই জোরকদমে প্রচার চালাচ্ছে গেরুয়া বাহিনী। বৃহস্পতিবার হুড খোলা গাড়িতে সুজাতা খাঁ কে নিয়ে রোড শো করলেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, সপ্তদশ লোকসভা নির্বাচনে দুর্নীতির অভিযোগে বাঁকুড়ায় ঢোকা নিষিদ্ধ হয়েছিল সাংসদ সৌমিত্র খাঁ এর জন্য কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি তাই ভোটের ময়দানে প্রচারের মাধ্যমে বিষ্ণুপুর আসরে স্বামীকে জিতিয়ে সাংসদ পদের রাস্তা এক প্রকার পরিষ্কার করেছিলেন সুজাতা খাঁ।

তখন থেকেই লড়াকু নেত্রী হিসেবে খ্যাতি পেয়ে আসছেন সুজাতা তাই বিষ্ণুপুরের কায়দাতেই খড়্গপুর কে দখলে আনতে এ বার সুজাতার উপরেই ভরসা রাখছে বিজেপি।

সম্পর্কিত খবর