৪৮ হাজার Kmph গতিতে আজ পৃথিবীর সবথেকে কাছ দিয়ে যাবে ৫৫০ ফুটের গ্রহাণু! হাই অ্যালার্ট NASA’র

বাংলা হান্ট ডেস্কঃ এক বিশালাকার গ্রহাণু (asteroid) পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই গ্রহাণুর আয়তন দিল্লীর কুতুব মিনারের থেকে প্রায় আড়াই গুণ বড়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এই গ্রহাণু নিয়ে অ্যালার্ট জারি করেছে। বলে দিই, কুতুব মিনার ২৪০ ফুট দীর্ঘ আর এই গ্রহাণু ৫৫০ ফুটের বেশি বড়। নাসা এই গ্রহাণুর নাম 2020ND দিয়েছে। নাসা এই গ্রহাণুকে সম্ভাবিত বিপদ শ্রেণীতে রেখেছে।

asteroid 1

নাসা অনুযায়ী, ২৪ জুলাই এই গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছে থাকবে। নাসা হুঁশিয়ারি জারি করে জানিয়ে যে, এই গ্রহাণু পৃথিবী থেকে মাত্র 0.034 এস্ট্রোনোমিকাল ইউনিট দূরে থাকবে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে যে, সম্ভাবিত বিপদজনক গ্রহাণু (PHAs) এর বর্তমানে সেই প্যারামিটারের ভিত্তিতে পরিভাশিত করা হয়েছে, যেটা পৃথিবীর উপর নিকট দৃষ্টিকোনের জন্য গ্রহাণুর ক্ষমতা মাপে।

এর আগে গত মাসের ৫ তারিখ একটি অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে ১ লক্ষ ৯০ মাইল দূর দিয়ে গেছিল। অ্যাস্ট্রয়েড ২০২০ এলডি পৃথিবী আর চাঁদের মধ্যখান দিয়ে গেছে। ওই গ্রহাণুর আয়তন ৪০০ ফুট ছিল। গবেষকদের কাছে সাত জুন পর্যন্ত এই গ্রহাণুর বিষয়ে কোন তথ্য ছিল না। যদিও বৈজ্ঞানিকরা জানিয়েছিলেন যে, ওই গ্রহাণু বেশি বড় ছিল না। কিন্তু ওই গ্রহাণু ২০১৩ সালে সাইবেরিয়ায় ধ্বংসলীলা চালানো চেলিবিনস্ক স্যাটেলাইটের থেকে বড় ছিল।

180710 asteroid earth mn 1120 2960c79f62c7bbf896b0f979d24db4de.nbcnews fp 1024 512

নাসা জানিয়েছে, ০.০৫ এস্ট্রোনোমিকাল  ইউনিট অথবা তাঁর থেকে কম দূরত্ব দিয়ে যাওয়া গ্রহাণুর পৃথিবীর পাশে আসার বিপদ থাকে। তবে এটা বলা যায় না যে, তাঁর প্রভাব পৃথিবীর উপর পড়বে। দ্য প্ল্যানেটরি সোসাইটি অনুযায়ী, তিন ফুটের প্রায় ১ বিলিয়ন গ্রহাণু আছে, কিন্তু এগুলো পৃথিবীর জন্য কোন বিপদ না। ৯০ ফুটের বড় গ্রহাণু থেকে পৃথিবীর বড়সড় ক্ষতি হতে পারে। প্রতি বছর প্রায় ৩০ টি ছোট বড় গ্রহাণু পৃথিবীতে এসে পড়ে, কিন্তু এতে খুব একটা বেশি ক্ষতি হয় না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর