দীপাবলির আবহে বাজিমাত ৩ রাশির! বুধের রাজকীয় চালে খুলবে কপাল, হয়ে যাবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: এবার ৩ রাশির (Astrology) জীবনে আসতে চলেছে বিপুল উন্নতি। জীবনের সোনালী সময় শুরু হবে অক্টোবর মাসের শেষেই। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অক্টোবর মাসের শেষে বুধ স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গমন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আমাদের ভাগ্য বদলানোর চাবিকাঠি রয়েছে, গ্রহদের ওপর। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোন না কোন গ্রহ তাদের স্থান পরিবর্তন করে। আর এবার অক্টোবরের শেষে স্থান পরিবর্তন করবে সেনাপতি বুধ।

জীবন পাল্টাবে কোন কোন রাশির (Astrology):

শাস্ত্র অনুসারে রাজকুমার বুধ অর্থ-সম্পদ এবং বৈভবের কারক। এই গ্রহ কারোর ভাগ্যে অবস্থান করলে তাদের জীবন থেকে সমস্ত দুঃখ-দুর্দশা কেটে যায়। আর এবার বুধ স্থান পরিবর্তন করে একসাথে ৩ রাশির ভাগ্য বদলাতে চলেছে।

Astrology Budh's transit will change the fortunes of 3 zodiac.

বৃষ রাশি: বুধের গমন সবথেকে বেশি প্রভাব ফেলবে বৃষ রাশির (Astrology) জাতকদের উপর। বুধের প্রভাবে আপনার কেরিয়ারে বিশেষ উন্নতি হতে চলেছে। বেকার যুবক-যুবতীদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা চাকরি করছেন তারা বিশেষ ফল পেতে পারেন। কর্মসংস্থানে নতুন কোন দায়িত্ব আপনার উপর আসতে পারে। এইসময় ব্যবসায়ীদেরও খুব একটা লোকসান হবে না। এমনকি আপনার ব্যক্তিগত জীবনেও বুধের সুপ্রভাব পড়বে।

আরও পড়ুন: BSF জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী মোদী, নিজের হাতে করালেন মিষ্টিমুখ

মকর রাশি: অক্টোবরের শেষ থেকে মকর রাশির (Astrology) জাতকেরা বুধের ভরা আশীর্বাদ পাবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শাস্ত্র অনুসারে এইসময় আপনার নতুন নতুন সুযোগ আসবে। যেগুলি আপনার কাজে লাগানো উচিত। যেকোনো কাজে বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। এই সময় বিনিয়োগ করলে লাভের বিরাট সুযোগ রয়েছে। এছাড়াও যেকোনো ধরনের ব্যবসায়ীদের বিরাট মুনাফা লাভের যোগ আছে।

আরও পড়ুন: তৈরি হল সাফল্যের নয়া নজির! রাজ্যের হাজার হাজার পড়ুয়ার জীবন গড়ে দিচ্ছে BSSEI, জানলে হবেন অবাক

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুসময় শুরু হতে চলেছে। বুধের প্রভাবে কুম্ভ রাশির জাতকরা এই সময় কোনও সুখবর পেতে পারেন। একই সাথে কর্মসংস্থানের বিভিন্ন দ্বার উন্মুক্ত হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজও সম্পন্ন হবে। কর্মসংস্থানে পদোন্নতির পাশাপাশি দায়িত্বও বাড়বে। এই সময় মাথা ঠান্ডা করে চলুন সর্বত্রই আপনার সাফল্য আসবে।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর