পঞ্চায়েতের ক্যান্টিনে দেদার বিকোচ্ছে মদ, তুলকালাম কাণ্ড বসিরহাটে! ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাংলাহান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত ভোট, কিন্তু তার ঠিক আগেই পঞ্চায়েতকে কেন্দ্র করে শোরগোল বাঁধল বসিরহাটে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতের ক্যান্টিন থেকে খোলাখুলি বিক্রয় করা হচ্ছে সুরা। আর এই বেআইনি ব্যাপারকে কেন্দ্র করে বিক্ষোভ করতে সামিল হয়েছেন বসিরহাটের বিপুল গ্রামবাসী।

বুধবার রাতে বসিরহাট এলাকার পিফা পঞ্চায়েত অঞ্চলে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রতিদিন সূর্য ডুবে সন্ধ্যা হলেই একে একে বহিরাগত কিছু মানুষ এসে জড়ো হয় পঞ্চায়েত ক্যান্টিনে। আর তার পরেই ক্যান্টিনের ভেতর থেকে বেরিয়ে আসে গ্লাস ভর্তি ভর্তি মদ। বিরাট একটা সুরাপানের আসর বসে যায় সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা। তবে বুধবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখলেও , সেই খবর প্রকাশ্যে আসে দুদিন পর, অর্থাৎ শুক্রবার।

খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। পঞ্চায়েত ক্যান্টিন থেকে পুলিশ গ্রেফতার করে একজনকে । কয়েক বোতল দেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। খতিয়ে দেখা হচ্ছে এত মদের বোতল এখানে কি ভাবে এলো? এই জায়গায় কারা মদের আসর বসাতেন সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

Liquor,Basirhat,Panchayat Canteen,Alcohol selling allegation,Alcoholic beverage,Panchayat,Wine

বিজেপির জেলা যুব সভাপতি পলাশ সরকার এই বিষয়ে বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে রাজ্যে। লোকজন তাই মদ বিক্রি করতে সাহস পাচ্ছে সরকারি জায়গায়।” এই অভিযোগের ঘটনার সম্পূর্ন অস্বীকার করেছেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ইচ্ছা করে কেউ কেউ তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর