প্রকাশ্য দিবালোকে দিল্লীতে বিজেপি সদর সংসদ দফতরের সামনে চলল গুলি, ঘটনায় গ্রেফতার এক

বাংলা হান্ট ডেস্ক : দিনের আলোয় দিল্লির বিজেপি সংসদের দফতরে চলল লাগাতার গুলি৷ সোমবারের এই ঘটনার জেরে কার্যত উত্তপ্ত হয়েছে দিল্লির রোহিনী এলাকা৷ এই ঘটনার জেরে এখনও অবধি গ্রেফতার করা হয়েছে 1 ব্যক্তি৷ বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি ও পিস্তল,এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লির রোহিনী এলাকায় বিজেপি সাংসদ হংসরাজ হংসের কার্যালয়ে এক ব্যক্তি এসে উপস্থিত হন তার পর গাড়ি থেকে নেমে পিস্তল বার করে শূন্যে দু রাউন্ড গুলি চালান, তার পর গাড়ি করে আবার চলে যান

যদিও ঘটনার জেরে ক্ষয় ক্ষতি কিছুই হয়নি কিন্তু এহেন ভিন্ন কাজ করার অপরাধে রামেশ্বর হেল ওয়ান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তবে হঠাত্ কেন তিনি বিজেপির সংসদের অফিসে গুলি চালাতে গেলেন? প্রশ্ন উঠছে যদি ও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ব্যক্তিগত শত্রুতা থেকেই এই কাণ্ড করেছেন ওই ব্যক্তি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত রামেশ্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কুস্তির প্রশিক্ষণ দেন৷ এলাকাতে সেভাবেই তাঁর দুর্নাম নেই তবে হঠাত্ এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ হংসরাজ জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও রাজনৈতিক শত্রুতা নেই তাই ক্ষুব্ধ হয়েই কেউ এই কাজ করেছে৷

তবে দিন দুপুরে সকলের নজর এড়িয়ে কী ভাবে তিনি গুলি চালালেন সে বিষয়েও প্রশ্ন উঠছে৷ যদিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মনে করা হচ্ছে ভয় দেখানোর লক্ষ্যেই শূন্যে গুলি চালিয়েছিলেন তিনি৷

সম্পর্কিত খবর