পেট্রল-ডিজেলের দামে বড়সড় কর চাপালো কেন্দ্র, মধ্যরাতে চালু হল নতুন দাম

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) গতকাল মধ্যরাত থেকে পেট্রল ডিজেল (petrol diesel) এর অতিরিক্ত অন্তঃশুক্ল বসাল মোদি সরকার (modi government) । পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হল এই বর্ধিত অন্তঃশুল্ক। যার ফলে বিশ্ব বাজারে তলানিতে ঠেকা তেলের দামের কোনো সুবিধা পাবেন না দেশবাসী।

   

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিকে অন্যায্য বলে মন্তব্য করেছেন, “করোনাভাইরাস নিয়ে চলমান যুদ্ধ আমাদের কোটি কোটি ভাই-বোনদের জন্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করছে। এই মুহুর্তে, দাম কমানোর পরিবর্তে, প্রতি লিটারে পেট্রল এবং ডিজেলের দাম 10-13 টাকা বাড়ানোর সিদ্ধান্ত সরকার অন্যায্য এবং প্রত্যাহার করা উচিত, ”

এর আগে, সোমবার তামিলনাড়ুর মুখ্য সচিব  তেলের দাম বৃদ্ধির কথা ঘোষনা করেন। তামিলনাড়ুর পাশাপাশি দিল্লি সরকারও তেলের ওপর ট্যাক্স বসিয়েছে।

সবমিলিয়ে, দিল্লি সরকার দুটি জ্বালানির উপরে স্থানীয় বিক্রয় কর বা মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরে প্রতি লিটারে প্রতি লিটারের দাম ১.৬৭ টাকা এবং ডিজেল ৭.১০ টাকা বেড়েছে।

এই বৃদ্ধির জেরে দিল্লিতে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল লিটার পিছু ৭১.২৬ এবং ডিজেল লিটার পিছু ৬৯.২৯। সোমবার এই দুই জ্বালানির দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৬৯.৫৯ এবং ৬২.২৯।

শহর কলকাতায় এক লিটার পেট্রোলের দাম 73.30 টাকা। ডিজেলের দাম প্রতি লিটার 65.62 টাকা।

চেন্নাইতে  লিটার পিছু পেট্রোলের দাম দাড়িয়েছে ৭৫.৫৪ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৬৮.২২ টাকা

সম্পর্কিত খবর