বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে হামলা, গুলিতে মৃত সাত জন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) রোহিঙ্গা ক্যাম্পে (Rohingya Camp) শুক্রবার বড়সড় অঘটন ঘটে গেল। শুক্রবার সকালে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এলোপাথাড়ি গুলি চলে। এই হামলায় কমপক্ষে সাত জনের মৃত্যুর খবর সামনে আসছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই হামলা রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় করা হয়েছিল। সেখানে গুলির আঘাতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় আর তিনজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।

প্রাপ্ত খবর অনুযায়ী, এই হামলা ভোর চারটে নাগাদ হয়েছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। পুলিশ হামলাকারীর থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র আর গুলি উদ্ধার করেছে। এই ঘটনার পর পুলিশ লাগাতার রোহিঙ্গা ক্যাম্পে তল্লাশি চালাচ্ছে।

এই প্রথম না যে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এমন কোন ঘটনা ঘটল। এর আগেও বহুবার সেখান থেকে রোহিঙ্গাদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিভিন্ন অসামাজিক কাজের কথা উঠে এসেছে। বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রোহিঙ্গা শিবিরে থাকা বহু শরণার্থীই অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, যার যেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে, রোহিঙ্গা ক্যাম্পে আজকের ঘটে যাওয়া হামলা কোনও গোষ্ঠীদ্বন্দ্ব? না বহিরাগতের আক্রমণ?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর