জয় শ্রী রাম স্লোগান তোলায় চার বিজেপি কর্মীকে মারধোর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মধ্যেই অশান্ত হয়ে উঠল বাংলা। কোথাও ভোট মিটে যাওয়ার পর আবার কোথাও ভোটের আগেই চলল তুলুম সংঘর্ষ। ভোট শেষেই অশান্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের (paschim medinipur) দাঁতন। মোহনপুরে ৪ তৃণমূলকর্মীকে (tmc) মারধরের অভিযোগ উঠল বিজেপির (bjp) দিকে।

ভোট পরবর্তীতে তৃণমূল বিজেপির সংঘর্ষে শনিবার রাতে রেমু গ্রামে তৃণমূল সমর্থকদের পাঁচটি বাড়ি ভাঙচুরের এবং ৪ তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির দিকে। এমনকি রবিবার সকালে মোহনপুরের নীলদা গ্রামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগের তীরও বিজেপির দিকেই গেল। দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া নিয়ে এই সংঘর্ষ বাঁধলেও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

jcnjkbbbkj

অন্যদিকে, নির্বাচনের আগেই চন্দ্রকোণার গুয়াডাঙায় ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সংঘর্ষ বেঁধে গেল তৃণমূল বিজেপির মধ্যে। বিজেপি প্রার্থী শিবরাম দাস অভিযোগ করেছেন, ‘৪ বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাব। তৃণমূলের কর্মীরা পুলিশ দিয়ে এই কাজ করিয়েছে’।

অন্যদিকে চন্দ্রকোনা ২-এর তৃণমূল ব্লক সভাপতি জগজিৎ সরকার জানিয়েছেন, ‘পারিবারিক গন্ডোগোল থেকেই এই ঘটনা ঘটেছে। মত্ত অবস্থায় গালিগালাজ করেছে একজন। এই ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর