ফের মন্দিরে দুষ্কৃতি হামলা! ভাঙচুর করা হল দুর্গা মূর্তি, ছিঁড়ে ফেলা হল পতাকা, ক্ষুব্ধ হিন্দু সংগঠন

বাংলা হান্ট ডেস্ক : ফের মন্দির ভাঙচুরের ঘটনা ঘটল উত্তর প্রদেশে (Uttar Pradesh)। জানা যাচ্ছে, একটি দুর্গা মন্দিরে দুষ্কৃতিরা হামলা চালায়। মূর্তির আঙুল ভেঙে দেওয়া হয়। খুলে ফেলে দেওয়া হয় হাতের চক্র। হিন্দু সংগঠনগুলি খবর পেয়েই পৌঁছে যায় ঘটনাস্থলে। বিক্ষোভ দেখাতে শুরু করেন সংগঠনের সদস্যরা। অভিযোগ দায়ের করেছে পুলিস শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে।

পুলিস সূত্রে খবর, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটে বরেলি থানার হাফিজগঞ্জ এলাকায়। হামলা হওয়া মন্দিরটি রিঠৌরা গ্রামে অবস্থিত। এই মন্দিরের পুজারি নির্মান সিংহ পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমি প্রত্যেক দিন সকালে পুজো এবং সন্ধ্যায় আরতি করতে মন্দিরে আসি। মঙ্গলবার সকালে যখন আমি মন্দিরে পুজো করতে আসি তখন দেখি ভাঙচুর চালানো হয়েছে। দুর্গা মূর্তির বাম হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। সিমেন্টের তৈরি চক্রকে ভেঙে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। খুলে নেওয়া হয়েছে প্রতিমার মুকুট।’

অত্যাচারের এখানেই শেষ নয়। মন্দিরের পতাকাও তুলে ফেলে দেওয়া হয়। মন্দির পরিসরে থাকা কলাগাছকেও আক্রোশে ধ্বংস করা হয়। পুরো ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিসের কড়া পদক্ষেপ দাবি করছেন তাঁরা। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই মন্দির চত্বরে জড়ো হয়ে যান অসংখ্য ভক্ত। একই সঙ্গে হাজির হন একাধিক হিন্দু সংগঠনের কর্মকর্তারা। সেখানেই এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করতে শুরু করেন তাঁরা।

দিন পাঁচেক আগে বাংলাদেশেও একই ঘটনা ঘটে। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকায় সর্বজনীন শ্রীশ্রী কালীমন্দিরের কালী ও মহাদেবের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। গত সপ্তাহের মঙ্গলবার রাতে কোনো এক সময় মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই ঘটনা ঘটানো হয়।

এলাকাবাসী ও মন্দির কমিটির নেতারা জানান, বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ি বাজার-সংলগ্ন বটতলা সর্বজনীন কালী মন্দিরে মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে। কালী প্রতিমার চার হাত ও মহাদেব প্রতিমার এক হাত আংশিক ভেঙে ফেল। এ ছাড়া কালী প্রতিমার মাথার চূড়া ও মহাদেবের প্রতিমার গলায় প্যাঁচানো সাপের মাথা সম্পূর্ণ ভেঙে ফেলে।

আহ্লাদী রানী (৬০) নামের স্থানীয় এক নারী মন্দিরে পূজা দিতে এসে কাঠের গেটের তালা খোলা এবং ভেতরে কালী ও মহাদেবের প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতা ও স্থানীয় লোকজনকে জানান। পরে মন্দিরে এসে সবাই এ ঘটনা দেখতে পান। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পারেননি কেউ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর