গণেশ চতুর্থীর দিনে আবেগঘন বার্তায় ভারতীয়দের মন জিতলেন ডেভিড ওয়ার্নার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডেভিড ওয়ার্নার যে একজন দুর্ধর্ষ ব্যাটসম্যান যেকোনো বোলিং আক্রমণের কোমর ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন একথা তো সকলেই জানেন। যে কথাটা হয়তো কেউ কেউ জানেন না সেটা হল ডেভিড ওয়ার্নার একজন অত্যন্ত হাসিখুশি ব্যক্তিত্ব যিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজের ওপর তাদের সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসেন।

বিশেষ করে ভারত এবং ভারতবাসীদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের সম্পর্ক খুবই ভালো। খেলার মাঠে হয়তো তিনি বেশ কয়েকবার ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন, কিন্তু তা সত্ত্বেও ভারতে তার অসংখ্য ভক্ত রয়েছে। এর একটা বড় কারণ অবশ্য তার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলা। এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল লাসিথ মালিঙ্গাদের মতোই তিনিও আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল বিদেশি ক্রিকেটারদের একজন।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে জুড়ে থাকার জন্য ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নানান মজার ভিডিও বা ছবি পোস্ট করে থাকেন মারকুটে অজি ব্যাটার। কখনো “বাহুবলির” ঢঙে হাতে তলোয়ার নিয়ে নিজের আগিনায় ছুটে বেড়ান আবার কখনো “পুষ্পারাজ”-এর স্টাইলে শ্রীবল্লি গানে কাঁধ দোলাতে থাকেন ওয়ার্নার। ভারতীয় সংস্কৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তিনি। নানান বিশেষ উৎসবে তিনি ভারতবাসীদের অভিনন্দন জানিয়ে থাকেন। তারকা এই ক্রিকেটার আজ ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গণেশ চতুর্থীর।

ডেভিড ওয়ার্নার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি গণেশ ঠাকুরের পাদদেশে নিজের হাত জোর করে চোখ বুজে প্রার্থনা করার ছবি পোস্ট করেছেন এবং তার ক্যাপশনে লিখেছেন, ‘ওখানে উপস্থিত আমার সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক।’ বলাই বাহুল্য তার এই পোস্টটি ভাইরাল হতে সময় লাগে নি।

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

আপাতত জিম্বাবোয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের ওপেনার হিসেবে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছেন ওয়ার্নার। ইতিমধ্যেই সিরিজের প্রথম দুটি ওয়ান ডে জিতে সিরিজ পকেটে ভরে ফেলেছেন অ্যারন ফিঞ্চরা। ওয়ার্নার প্রথম ওডিআই তে একটি ধীর-স্থির অর্ধশতরান করলেও দ্বিতীয় ওডিআইতে অতিরিক্ত আক্রমনাত্মক হতে গিয়ে মাত্র ১৩ রানে আউট হয়েছিলেন। এই সিরিজ শেষ হলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়ে আসবে অস্ট্রেলিয়া দল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর