সামনের টেস্ট সিরিজে বুমরাহকে নিয়েই যত ভয় অজি ব্যাটসম্যানদের।

অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে এবারের অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। সেই লাবুশানে এবার মেনে নিলেন যে ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহকে খেলায় সবথেকে কঠিন। তিনি মনে করেন বর্তমান ভারতীয় পেস বোলিং লাইনআপের নেতা হচ্ছেন জাসপ্রিত বুমরাহ আর এই বুমরাহকে খেলায় সবথেকে কঠিন।

লাবুশানে ভারতের বিরুদ্ধে 2018-19 সালে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। আগামী ডিসেম্বর মাসে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। সেখানে গিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। আপাতত সেই টেস্ট সিরিজের জন্যই এখন পুরোদমে অনুশীলন করে যাচ্ছেন লাবুশানে।

100266101071056ead5c6f4523672d06abe2ef5fd5bf9522202a4758f6e69582bf490cd82

ব্রিসবেন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে 26 বছর বয়সী এই অজি ব্যাটসম্যান বলেছেন, ” বর্তমানে ভারতীয় দলে অনেক ভালো ভালো পেস বোলার রয়েছেন। তবে তাদের মধ্যে সবথেকে কঠিন জাসপ্রিত বুমরাহকে খেলা। বুমরাহ একটানা 140 কিলোমিটার বেগে বল করে যেতে পারেন। এছাড়াও পরিস্থিতি বুঝে বুমরাহ সুইং করায় নিয়মিত। অপরদিকে বুমরাহের বল গুলি উইকেটে তীর্যক ভাবে আসায় আরও কঠিন হয়ে পড়ে বুমরাহের বল খেলা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর