আকাশ থেকে হচ্ছে ইঁদুর বৃষ্টি! করোনার মধ্যে আরও একটি মহামারীর সংকট

বাংলাহান্ট ডেস্কঃ গোটা বিশ্ব করোনাভাইরাসের কারণে নাজেহাল। আর এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ‘প্লেগ” মহামারীর আশঙ্কায় ভুগছে জনতা। সবার ধারণা অজস্র ইঁদুর মিলে আরেকটি মহামারী না ছড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ায় ইঁদুর নতুন আতঙ্ক ছড়িয়েছে। ইঁদুরের কারসাজি থেকে কারখানার মালিক থেকে শুরু করে চাষি সবাই আতঙ্কে ভুগছে। লক্ষ লক্ষ ইঁদুর জমির ফসল নষ্ট করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার অজস্র কারখানা আর চাষের জমি থেকে কাতারে কাতারে ইঁদুর বের হচ্ছে। বিশেষ করে আকাশ থেকে ইঁদুরের বৃষ্টি দেখে মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় আকাশ থেকে ইঁদুরের বৃষ্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। টুইটার ইউজার লুসি ঠাকরে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি শেয়ার করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি গোদাম সাফ করা হচ্ছে। কৃষকদের চাষের ফসল গোদামে রাখার জন্যই সেটি সাফ করা হচ্ছিল। পাম্পের মাধ্যমে গোদামের সাফাই করা হচ্ছিল, আর সেই সময় হাজার হাজার ইঁদুর মাটিতে বৃষ্টির মতো টুপটাপ করে পড়তে থাকে। ওই ইঁদুরগুলোর মধ্যে বেশীরভাগই মৃত ইঁদুর ছিল। ইঁদুরের বৃষ্টির এই ভিডিও অস্ট্রেলিয়াকে নতুন করে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

রিপোর্টে অনুযায়ী, অস্ট্রেলিয়ার অজস্র মানুষকে ইঁদুর কামড় দিয়েছে। আর এই কারণে অনেকের মধ্যে ইঁদুর থেকে ছড়ানো রোগ দেখা দিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় লক্ষাধিক ইঁদুর কৃষকদের স্টোর করা ফসল আর খাদ্য শস্য নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ হাসপাতালকে নিজেদের ঘর বানিয়ে ফেলেছে এই ইঁদুর।

অজস্র ইঁদুর স্কুল, বাড়ি, কারখানা, হাসপাতাল আর চাষের জমিতে আক্রমণ করেছে। ঘরে জামা-কাপড় থেকে শুরু করে খাবার জিনিশ কিছুই সুরক্ষিত না। ইঁদুরের কারণে হাজার হাজার টন ফসল নষ্ট হয়েছে। সরকার অবৈধ বিষ প্রয়োগ করে ইঁদুরের উৎপাত শেষ করার অনুমতি দেওয়ার জন্য পরামর্শ করছে। নিউ সাউথ ওয়েলসে সরকার কৃষকদের সহায়তার জন্য ৫০ মিলিয়ন ডলার দেওয়ারও ঘোষণা করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর