গলায় গেরুয়া উত্তরীয়, বড়বড় হরফে লেখা ‘ওম”! অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর রূপে কাহিল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টিকে পরাজিত করে ব্যাপক মাত্রায় জয়লাভ করেছে লেবার পার্টি। ফলে স্বভাবতই স্কট মরিসন সরকারের পতনের পর নতুন এক শাসনকাল দেখতে চলেছে অস্ট্রেলিয়ার মানুষ। দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি অ্যালবানিজ।

তবে বর্তমানে তাঁর জয়ের খবরকে ছাপিয়েও একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে একটি গেরুয়া উত্তরীয় পরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। আর এরপরেই অস্ট্রেলিয়ার নতুন এই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের যোগসুত্র নিয়ে নানান জল্পনা শুরু হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এর পিছনে আসল রহস্যের ব্যাপারে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর গলায় গেরুয়া উত্তরীয় অবশ্য এই প্রথম নয়, এর পূর্বেও তাঁকে একাধিকবার ‘ওম’ লেখা স্কার্ফ পড়তে দেখা গিয়েছে। এক্ষেত্রে অনেকে এটিকে তাঁর জয়ের প্রধান প্রতীক বলেও দাবি করেন। এবার আসা যাক আসল তথ্যে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার পরিসংখ্যান দেখতে গেলে জানা যাবে যে, সেখানে মোট সাত লাখের কাছাকাছি হিন্দুরা বসবাস করে, যা ভোট ব্যাঙ্কে এক উল্লেখযোগ্য প্রভাব ফেলে বলে মত বিশেষজ্ঞদের। ফলে তাদের ভাবাবেগকে নিজের দিকে টানার জন্যই অ্যান্থনি এহেন কৌশল নেন বলে জানা গিয়েছে।

anthony albanese d

গত শনিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের ফল প্রকাশ করা হয়, যেখানে শেষ পর্যন্ত স্কট মরিসনের সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসে লেবার পার্টি। অস্ট্রেলিয়ার 31 তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এই অ্যান্থনি অ্যালবানিজ 1996 সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথম জীবনে অস্ট্রেলিয়ার সংসদের সদস্য হওয়ার পাশাপাশি 2013 সালে তিনি উপ প্রধানমন্ত্রীও হন। তাঁর পূর্বে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই কোয়াড সামিটে যোগ দেওয়ার জন্য জাপানে উড়ে যান অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর