ক্যাঙ্গারুর সামনে লড়াই করেও হার মানল সিংহ, সেমিতে যাওয়া কঠিন হল শ্রীলঙ্কার

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সফর জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দুই দলই। তাই বৃহস্পতিবার মাঠে নামার আগে দুই শিবিরই ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। এদিন দুবাইতে টসে জিতেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ, টসে জিতে প্রথমে ফিল্ডিং করা এই বিশ্বকাপের রীতিতে পরিণত হয়েছে ইতিমধ্যেই। ফিঞ্চও আজ রীতি ভাঙেননি, তার আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ততখানি ভালো হয়নি শ্রীলঙ্কার। কামিন্সের বলে মাত্র ৭ রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নিসাঙ্কা।

তবে এরপরে শ্রীলঙ্কার হয়ে হাল ধরেন উইকেটকিপার কুশল পেরেরা এবং গত দিনের নায়ক আসালাঙ্কা। আসালাঙ্কা-কুশল দুজনেই বৃহস্পতিবার ছিলেন বেশ মারমুখী মেজাজে। একদিকে যেমন ২৭ বলে ৩৫ রানের ইনিংস উপহার দেন আসালাঙ্কা তেমনি অন্যদিকে মাত্র ২৫ বলে ৩৫ রানের সুন্দর ইনিংস খেলেন কুশল। কিন্তু তাদের জুটি ভাঙতেই সমস্যা শুরু হয় শ্রীলঙ্কার জন্য। কারণ একদিকে রাজাপাকসে ফর্মে থাকলেও অন্যপ্রান্তে কেউই তার সঙ্গ দিতে পারেননি। আভিস্কা ফার্নান্দো, হাসারাঙ্গা, সানাকা প্রত্যেকেই আজ ছিলেন ক্ষণিকের অতিথি। রাজাপাকসের ৩৩ রানের ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৫৪ রানে পৌঁছায় ঠিকই কিন্তু এই উইকেটে তা মোটেই যথেষ্ট ছিল না। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, কামিন্স এবং জাম্পা প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমেও বৃহস্পতিবার প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ এবং ওয়ার্নার দুজনেই রীতিমতো শাসন করছিলেন শ্রীলঙ্কার বোলারদের। মাত্র ২৩ বলে পাঁচটি চার এবং দুটি ছয় দিয়ে সাজানো ৩৭ রানের ইনিংস খেলে ফিঞ্চ হাসারাঙ্গার শিকার হলেও এদিন নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন ওয়ার্নার। যদিও সেভাবে ওয়ার্নারের সঙ্গ দিতে পারেননি ম্যাক্সওয়েল, তবে স্টিভ স্মিথকে সাথে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে কোন ভুল করেননি তিনি।

মাত্র ৪২ বলে ১০ টি চার দিয়ে সাজানো যে ৬৫ রানের ইনিংস এদিন খেলেন ওয়ার্নার সেই ইনিংসই কার্যত এদিন অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে দিয়েছিল। বাকি কাজটুকু সুন্দরভাবে সম্পন্ন করে দেন স্টয়নিস এবং স্মিথ। স্মিথের অপরাজিত ২৮ এবং স্টয়নিসের অপরাজিত ১৬ রানের ক্যামিওর দৌলতে ৩ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর