ইমরান খানের ফেসবুক হ্যান্ডেল থেকে ব্লু টিক সরিয়ে নিল কর্তৃপক্ষ, পাক মিডিয়ায় চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran khan) আবারও এক বিতর্কে জড়িয়ে পড়লেন। পাক প্রধানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নামের পাশের নীল টিক সরিয়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ। পাকিস্তানি এক সাংবাদিকের কিছু স্ক্রীন শটের মাধ্যমে এই সংবাদ জানা যায়।

 

নীল টিক সরান হল
পাক প্রধানমন্ত্রী ফেসবুক প্রোফাইলে নামের পাশ থেকে সত্য অ্যাকাউন্টের চিহ্ন স্বরূপ নীল টিক সরিয়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ। এই নীল টিক গণ্যমান্য ব্যক্তিদের সত্য অ্যাকাউন্টের প্রামান প্রদর্শন করে।

 

ভেঙ্গে পড়া অর্থনীতি সামলাতে বিভিন্ন দেশের কাছে হাত পেতেছে ইমরান খান
করোনা ভাইরাসের (COVID-19) ফলে মুষড়ে পড়া অর্থনীতি সামলাতে এখন বেহাল অবস্থা ইমরান সরকারের। দেশকে অর্থনৈতিক সংকটে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন দেশ এমনকি SAARC-এর কাছেও হাত পেতেছে ইমরান খান। আবার দেশের জন্য অর্থ সাহায্য নেওয়ার নাম করে, তা দিয়ে সন্ত্রসাবাদীদের সাহায্য করার বদনামও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত বুধবার পাক প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে, ভারত সরকার তাঁর দেশের বিরুদ্ধে “মিথ্যা পতাকা অভিযান”  চালিয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

পিওকের ভিডিওতে সমবেদনা প্রদান দেখা গেছে
পিওকে এক সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে, ৫ মে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হিজবুল সন্ত্রাসী রিয়াজ নাইকুর প্রতি সবেদনা দেখিয়েছেন হিজবুল মুজাহিদিনের প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মনোনীত ‘গ্লোবাল সন্ত্রাসী’ সৈয়দ সালাহউদ্দিন।
এই ভিডিওতে সৈয়দ সালাহউদ্দিন ভারতে সন্ত্রাসী হামলার ফলে সেনাবাহিনীর ৫ জন কর্মী এবং একটি জম্মু ও কাশ্মীরের পুলিশ সদস্যকে হত্যার বিষয়ে দায় স্বীকার করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর