মোদী সরকারের সঙ্গে গুজরাটে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে: অভিজিত বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী অর্থনীতিবিদ

বাংলা হান্ট ডেস্ক : নোবেল জয়ের পর দেশে ফিরেছেন অর্থনীতিবিদ অভিজি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দেশে ফিরেই টিভি চ্যানেলের সাক্ষাত্কারে বিভিন্ন রাজ্যের সঙ্গে তাঁরা কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে গুজরাতে মোদী সরকারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা জানালেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রিত্ব থাকাকালী অভিজিত্ বন্দ্যোপাধ্যায় গুজরাট পরিবেশ নিয়ন্ত্রক বোর্ডের সঙ্গে কাজ করেছেন বলে জানান। তবে মোদী সরকারের সঙ্গে কাজ করে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে, কারণ সেই সময় রাজ্য সরকার তাঁকে সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করেছিল আর তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে মোদী সরকার নীতিগুলির রূপায়ণ করেছিলেন তাই মোদী সরকারের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা বেশ ভালো।14 10 2019 abhijit banerjee 19666859

যদিও নোবেল জয়ের পর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বার বার অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল তাঁকে বামপন্থী মানসিকতার মানুষ বলে আখ্যা দিয়েছেন একই সঙ্গে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা রাহুল সিনহা ও। দেশের মানুষ বামপন্থী মনোভাব কিছুতেই মেনে নেবে না এবং পছন্দ করে না জানিয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। যদিও পেশাদারিত্বের ক্ষেত্রে তিনি কখনও রাজনৈতিক রং দেখেন না বলে পাল্টা জবাব দিয়েছিলেন অভিজি বাবু। কটাক্ষের বিরুদ্ধে কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে।

এমনকি রাহুল সিনহা অভিজিত্ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিদেশিনীকে বিয়ে করলেন নোবেল পাওয়া যায় ঠিক এই মন্তব্য করেছিলেন। কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন দেশের গুণী শিল্পীরা। অনেকেই মনে করছেন যেহেতু অভিজিত্ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ন্যায় প্রকল্পের রূপরেখা তৈরি করেছিলেন তাতেই তাঁর ওপর ক্ষিপ্ত বিজেপি। ন্যায় প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে দেশের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেছিলেন অভিজিত বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেসের মতো বিজেপি যদি তাঁর সহযোগিতা চান তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

পেশাদার হিসেবে সবার সঙ্গে তিনি কাজ করতে রাজি আছেন বলেও জানিয়েছেন। শুধুমাত্র দেশের আর্থিক সঙ্কটের কথাই নয় নোট বাতিলের বিরোধিতা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আর তাতেই কেন্দ্রীয় নেতানেত্রীদের চক্ষুশূল হয়ে উঠেছেন অভিজিত বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলছেন অনেকে।

সম্পর্কিত খবর