বছর ঘুরে গেলেও মেলেনি ক্ষতিপূরণের টাকা, তা আদায়ে নবান্নে গেলেন নিহত অভিজিৎ সরকারের দাদা

বাংলাহান্ট ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসায় খুন হন অসংখ্য বিজেপি কর্মী। তেমনই নৃশংস ঘটনা ঘটে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের সঙ্গেও। ভোটের ফল ঘোষণার রাতেই খুন হন তিনি। সেই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআইI কলকাতা উচ্চআদালত অভিজিৎ খুনের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার পাশাপাশি তাঁর পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয়। মাসের পর মাস কেটে গেলেও রাজ্য সরকার সেই ক্ষতিপূরণের টাকা এখনও দেয়নি। এবার তা নিতেই নবান্নে গিয়ে হাজির হলেন নিহত অভিজিৎ সরকারের দাদা।

আজ অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার নবান্নে গিয়ে মুখ্যসচিবের দফতরে একটি চিঠি দেন। তাতে লেখা রয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকার আদালতের নির্দেশ মতো ক্ষতিপূরণের টাকা না দিলে তাঁরা আদালত অবমাননার দায়ে মামলা দায়ের করবেন।

ভোটের ফল প্রকাশের দিনই রাতে গণনা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে নৃশংস ভাবে খুন হন তরুণ বিজেপি কর্মী অভিজিৎ। তাঁর দেহের ময়নাতদন্ত নিয়েও কম জলঘোলা হয়নি। দুবার করে ময়নাতদন্ত হয়েছিল অভিজিৎ সরকারের। পরিবার দেহ সৎকারের জন্য হাতে পেয়েছিল বেশ কয়েক মাস পর।

ভোট পরবর্তী হিংসার বড় ঘটনাগুলি নিয়ে তদন্ত করছে সিবিআই। অভিজিতের বাড়ির লোক সেই তদন্ত গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, সিবিআই গাছাড়া মনোভাব নিয়ে চলছে। যারা খুন করল, যারা খুন করাল তাদের কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। তবে জানা যাচ্ছে, এই মামলার তদন্তে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে সিবিআই-র সদর দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা।

রাজ্য সেই ক্ষতিপূরণের টাকা আদৌও দেবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে টাকা না দিলে সরকারের আদালত অবমাননার মামলা হবে এটুকু নিশ্চিত বলেই মনে করছেন সকলে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর