আমার সাথে আতঙ্কবাদীদের মতো ব্যাবহার করা হচ্ছে: আজম খান

অবশেষে সমাজবাদী পার্টির সাংসদ ও প্রবীণ নেতা আজম খানকে রামপুর আদালতে হাজির করা হয়েছে । সীতাপুর জেল থেকে বেরিয়ে এসে আজম খান বলেন যে তার সাথে জেলে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। তার সাথে সন্ত্রাসবাদীদের মতন আচরন করা হয়েছে।তিনি বলেন, “এই সরকারে আমার সাথে অত্যন্ত অমানবিক আচরণ করা হচ্ছে” ।

নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যে আজম খানকে সীতাপুর থেকে রামপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আজম খানের স্ত্রী তানজিম ফাতিমা ও আবদুল্লাহ আজমকে রামপুরের এডিজে আদালতে হাজির করা হয়েছে।এসপি সাংসদ আজম খান ও তাঁর স্ত্রী তানজিম ফাতমা ও পুত্র আবদুল্লাহ আজমকে রামপুর কারাগারে বিচারিক হেফাজতে প্রেরণ করা হলেও তিনজনকেই রামপুর থেকে সীতাপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।আদালতের অনুমতি ছাড়াই আজম পরিবারকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরিত করার ভিত্তিতে আজমের আইনজীবী অবমাননার আবেদন করেছিলেন।এরপরে আজম খানের আইনজীবী খলিল উল্লাহ খান আদালতের অবমাননাকে বিনা অনুমতিতে কারাগারে পরিবর্তন বলে অভিহিত করেছেন। তিনি আশঙ্কা করেছিলেন যে রাজনৈতিক ষড়যন্ত্রের অধীনে জেলখানায় এই রদবদল করা হয়েছিল। এই আবেদনের শুনানি নিয়ে শুক্রবার এডিজে আদালত রামপুর কারাগার থেকে রাতারাতি এসপি এমপি আজম, তার স্ত্রী তানজিম ফাতমা ও ছেলে আবদুল্লাহ আজমকে সীতাপুর কারাগারে স্থানান্তর করা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন।

   

এই মামলায় শুনানি হয় কেবল শনিবার। লক্ষণীয় ব্যপার হল,  আজম খানের বিরুদ্ধে মোট ৮৩ টি মামলা রয়েছে, যার মধ্যে আজমের স্ত্রী ও পুত্রদেরও কিছু আসামি করা হয়েছে। এমপি বিধায়ক আদালত থেকে তাকে ৮ টি মামলায় জামিন দেওয়া হয়েছিল।আসলে সমাজবাদী পার্টির সাংসদ আজম খান তার স্ত্রী তানজিম ফাতেমা ও ছেলে আবদুল্লাহর সাথে বুধবার অতিরিক্ত জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। দুটি জন্ম সনদ তৈরির বিষয়ে আদালত আবদুল্লাহ আজমকে ২১ শে মার্চ পর্যন্ত বিচারিক হেফাজতে প্রেরণ করেছেন

 

সম্পর্কিত খবর