বাবা কুলি, মা হকার, প্রথম ম্যাচেই কোহলিকে আউট করে সাড়া ফেলে দিলেন নটরাজন

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কে হারিয়ে এই ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ব্যাঙ্গালোর ম্যাচ জিতলেও দীর্ঘদিন পর ব্যাট হাতে বাইশগজে ফিরে সমর্থকদের হতাশ করলেন বিরাট কোহলি। মাত্র 14 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।

বিরাট কোহলির মূল্যবান উইকেটটি তুলে নেন এই ম্যাচে সদ্য অভিষেক হওয়া নটরাজন। বিরাট কোহলি বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। যে কোন বোলারের কাছে বিরাট কোহলির উইকেট নেওয়া মানে বিরাট ব্যাপার। বিরাট কোহলির উইকেট নেওয়ার স্বপ্ন দেখেন বিশ্বের তাবর তাবর বোলাররা। সেখানে আইপিএলের অভিষেক ম্যাচেই বিরাট কোহলির উইকেট নিয়ে বেশ খুশি নটরাজন।

গতকাল ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ এর ম্যাচ অভিষেক ঘটে তামিলনাড়ুর বলার নটরাজনের। এই নটরাজনের জীবন কেটেছে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে।
দারিদ্রতার সঙ্গে ক্রমাগত লড়াই করে তিনি আজ আইপিএলের মতো এত বড় মঞ্চে আসতে পেরেছেন শুধুমাত্র প্রতিভার জোরে।

নটরাজনের বাবা একজন মাল বাহক, মা রাস্তার ধারে ফেরি করে জিনিসপত্র বিক্রি করে। আর এই দারিদ্রতার সঙ্গে লড়াই করে নটরাজন পূরণ করেছেন তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন। নটরাজন দীর্ঘদিন টেনিস বলে ক্রিকেট খেলেছেন তারপর তিনি চলে আসেন চেন্নাইতে। চেন্নাইয়ের বড় ক্লাবের হয়ে খেলার সুযোগ পান তারপর সেখান থেকে আজ আইপিএলের মত এত বড় মঞ্চে তিনি খেলার সুযোগ পেয়েছেন। আর অভিষেক ম্যাচেই তিনি তুলে নিয়েছেন বিরাট কোহলির মতো মূল্যবান উইকেট। গতকাল ম্যাচে চার ওভার বল করে 34 রান দিয়ে বিরাট কোহলির মূল্যবান উইকেট তুলে নেন নটরাজন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর