মুখ্যমন্ত্রীর ভোলবদল লজ্জার, মমতাকে তোপ দেগে বললেন বাবুল

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা যাবে না এই দাবিতে সরব হয়েছেন তিনি। তবে বিজেপির তরফে বারবার এই নাগরিক তো সংশোধনী আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলে দাবি তোলা হয়েছে তাই তো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই 2003 সালে রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

যেখানে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে শোনা গেছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও একটি ভিডিও শেয়ার করা হয়েছে, আর সেই ভিডিও নিয়ে বিজেপি তাঁর নামে ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি কখনোই সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ ছাড়া করতে হবে এমনটা বলেননি। এ বার মুখ্যমন্ত্রীর সেই দাবিকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা ভিডিও পোস্ট করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।banerjee 1200

মুখ্যমন্ত্রীর এই ভোলবদল লজ্জার, পাশাপাশি ফেসবুকে নাম না করে একজন মানুষ ক্ষমতায় থেকে বা ক্ষমতার লোভে কত বদলে যায় সে কথা তুলে ধরেছেন। পাশাপাশি বাংলার অনুপ্রবেশকারীদের সম্বন্ধে জেনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোলবদল নাকি লজ্জার। উল্লেখ্য, জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে 2003 সালে তত্কালীন ইউপিএ সরকারের আমলে রাজ্যসভায় বিষয়টি উত্থাপন হয়েছিল তা প্রমাণ করতেই বিজেপি মনমোহন সিংকে কার্যত হাতিয়ার করতে চাইছে।

অন্য দিকে একই সঙ্গে 2005 সালের একটি ভিডিও যেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং বিতরণ করে দিতে এবং এই দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাবও জমা দিয়েছেন মমতা, যদিও তা খারিজ হয়ে যায়। এমনকি ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে মমতা নাকি হাতে থাকা এক গোছা কাগজ ছুড়ে মেরেছে যদিও সেই ভিডিও ভুয়ো বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর