ওয়েইসি ক্রমেই দ্বিতীয় জাকির নায়কে পরিণত হয়েছেন: বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : কয়েক দশক ধরে ছাড়া ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্ট। যেহেতু হিন্দুদের জন্য অযোধ্যার বিতর্কিত জমিতেই মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি মুসলিমদের অযোধ্যা লাগোয়া পাঁচ একর জমি মসজিদ নির্মাণের জন্য দেওয়া হয়েছে তাই ইতিমধ্যেই বিকল্প জমি দেওয়া নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে এ প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কের সূচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি।babulcollarge 616 7

প্রথমেই অযোধ্যার রায়ে যে পাঁচ একর জমি দেওয়ার কথা বলা হয়েছে সেই জমি সরকারি খয়রাতি জমি তাই আমার সিদ্ধান্ত অনুযায়ী সেই জমি না নেওয়াই উচিত, এমনটাই বলেছিলেন ওই সি আর ও ইসির বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়কের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

শুক্রবার একটি সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে ওয়েইসি জানিয়েছেন আমি আমার বাবরি মসজিদ ফেরত চাই, দ্বিতীয়বার এই মন্তব্যের জেরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসাদ উদ্দিনের বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন ওই সি ক্রমেই দ্বিতীয় জাকির নায়কে পরিণত হচ্ছেন। যদিও সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে এটুকুই বলে ক্ষান্ত থাকেননি আসাদ উদ্দিন একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি ভারতীয় সংবিধানকে শ্রদ্ধা করেন তাই সংবিধান বিরোধী যে কোনো কাজের বিরোধিতা করায় তাঁর একমাত্র লক্ষ্য।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন এক টুকরো জমির জন্য আমাদের যুদ্ধ নয়, আমার আইনি অধিকার যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর রাখা। অন্যদিকে অযোধ্যা মামলার রায় নিয়ে এর আগে বিতর্কিত মন্তব্য করার জন্য আসাদউদ্দিন ওয়েইসি র বিরুদ্ধে আই আর দায়ের করেছিলেন আইনজীবী পবন কুমার জাহাঙ্গীরাবাদ পুলিশ স্টেশনে।

সম্পর্কিত খবর