‘অন্য দলে যোগ দেব না” লিখেও মুছলেন বাবুল সুপ্রিয়, জিইয়ে রাখলেন দলবদলের জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আজ আচমকাই বিজেপি ও রাজনীতি ছাড়ার ঘোষণা করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। পাশাপাশি তিনি এও জানান যে, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। কিন্তু এর মধ্যে তিনি এও লিখেছিলেন যে, তিনি আর অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। তৃণমূল, কংগ্রেস অথবা সিপিএম কোথাও তিনি যোগ দেবেন না। কিন্তু এই পোস্টের কিছু পরেই তিনি ওই অংশটুকু মুছে দেন। ওনার এরকম আচরণই দলবদলের জল্পনা জিইয়ে রাখছে।

   

বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন যে, আমাকে কেউ ডাকেনি আর না আমি অন্য কোথাও যাচ্ছি। আমি আজীবনই বিজেপির সমর্থক হবে থাকব। যেমন চিরকাল মোহনবাগাকে সমর্থন করেছি, তেমনই চিরকাল বিজেপিকে সমর্থন করে যাব।

তিনি নিজের পোস্টে রাজ্যের নেতাদের সঙ্গে মতানৈক্যর বিষয়টিও তুলে ধরেছিলেন। এর থেকে এটা স্পষ্ট যে, শুধুমাত্র মন্ত্রিত্ব যাওয়ার কারণেই তিনি বিজেপি ছাড়াও ঘোষণা করেন নি। রাজ্যের নেতাদের সঙ্গে বনিবনা থাকার কারণেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র দ্বন্দ্ব বহু পুরনো। বেশ কিছু সময় দুজনকে একে অপরের বিরুদ্ধে কথা বলতেও দেখা গিয়েছিল। এমনকি দু’একবার বাবুল সুপ্রিয়কে শোকজও করা হয়েছিল। আর এই কারণেই হয়ত তিনি বিজেপি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওনার সেই মুছে দেওয়া লাইন নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। তাহলে উনি কী অন্য কোনও দলে যোগ দিচ্ছেন? আগামী দিনে সেই কথার উত্তর পাওয়া যাবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর