তৃণমূলে যোগ দিয়েই, সাংবাদিক সম্মেলনে বিজেপি ছাড়ার ১০ টি কারণ তুলে ধরলেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিজেপি ছেড়ে তৃণমুলে যোগ দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারানোর পর থেকেই বিজেপিতে তাঁর অবস্থান নিয়ে টালমাটাল চলছিল। কিন্তু তিনি বিজেপি ছড়লেও, অন্য দলে যোগ দেবে না বলেই জানিয়েছিলেন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের হাত ধরে, শনিবার সবুজ শিবিরে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে কেন আচমকা এভাবে তৃণমূলে যোগদান করলেন, সাংবাদিক সম্মেলন করে সে বিষয়ে খোলসা করলেন তিনি। জানালেন-

গত ৭ বছর ধরে বাংলার মানুষের জন্য কাজ করছিলাম, ভবিষ্যতেও চেয়েছিলাম। কিন্তু হঠাৎ সেই রাস্তা কেন বন্ধ হয়ে গেল, জানতে পারলাম না।

মন থেকে রাজনীতি ছাড়লেও, বাংলার মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে আমার। হঠাৎ একটা সুযোগ পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন সেই সুযোগটা। তাই আর হাতছাড়া করলাম না।

331291 babul1

আমার সিদ্ধান্তকে সকলেই ভুল বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আমাকে বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিলেন।

মেয়েকে একটা স্কুলে ভর্তি করানোর বিষয়ে ডেরেকের সঙ্গে কথা হয়। তখন তিনি আমাকে অফার দেন। গত ৪ দিনে অনেক ভেবে সিদ্ধান্ত বদলেছি।

২০১৯ সালে জয়ের পর পূর্ণ মন্ত্রিত্ব না পাওয়ায় আমার পরিবার, বন্ধুরা সকলেই আশ্চর্য হয়েছিলেন। এবিষয়ে আর নতুন করে কিছু বলতে চাইছি না।

195116 babul modi

প্রতিহিংসাপরায়ণ থেকে নয়, মানুষের জন্য কাজ করার নিরিখেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

মমতা দিদির সঙ্গে কথা হয়েছে এবং সোমবার দেখাও করব। মনে হয় না ভবানীপুরে আমার প্রচারের কোন প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আসানসোলের সাংসদ পদটা ছেড়ে দেব। কারণ, ওটা বিজেপির টিকিটে জয়ী আসন ছিল। এখন তৃণমূলে চলে এসেছি।

cbchcv

রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন আমাকে দেওয়া হবে কিনা, তা জানি না। দল যা বলবে, তাই করব।

আমাকে নিয়ে যতই ট্রোল, ট্রেন্ডিং করা হোক না কেন, আমার মনে ট্রেন্ড হয়ে গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর