ফটোশপই ভরসা দিদির, কটাক্ষ বাবুলের

বাংলাহান্ট ডেস্ক: লোকসভা ভোটে খারাপ রেজাল্ট তৃণমূলের। গেরুয়া শিবিরে যোগ তৃণমূলের তাবড় তাবড় কর্মীদের। খুব স্বাভাবিকভাবেই দলের এই ভরাডুবির সময় একুশের সভা নিয়ে বেশ কিছুটা চিন্তায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে আগের থেকে অনেক কমে গিয়েছে তৃণমূলের সমর্থকদের ভিড়। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শহীদ দিবসের তৃণমূলের সভা কে ‘ফ্লপ শো’ বলেছেন। কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম।

বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এসব ওকে কটাক্ষ করে বলেছেন,বাবুল সুপ্রিয় ছেলেবেলার কথা মনে পড়ছে তখন তৃণমূলের সভার ভিড় সেন্ট্রাল অ্যাভেনিউ থেকে যোগাযোগ ভবন পেরিয়ে যেত। এবার ভিড় কোনভাবে টিপু সুলতান মসজিদ পর্যন্ত গেছে।

ভিড়ের একটি ছবি পোস্ট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘ফটোশপই দিদির মুখ রক্ষার একমাত্র উপায়।’

বিরোধী দল ও অনেকেই বলছেন, তৃণমূল গতবছরের ভিড়ের রেকর্ড ভাঙতে পারেনি। ওই এলাকায় টেনেটুনে কুড়ি হাজারের মতো ভিড় হয়েছে।

তবে বিরোধী পক্ষ যাই বলুক না কেন এখনো আশা ছাড়েনি দলের মানুষ। দিদির বার্তা শুনে বাড়ি ফেরার সময় কয়েকজন তৃণমূল কর্মী বললেন, “দিন তো সবসময় একরকম যায় না। দেখবেন যারা আজ এলো না বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর তারা আবার একুশের সভায় আসবে।”

এখন অপেক্ষা শুধু একুশের বিধানসভা ভোটের। একুশের বিধানসভা ভোটে বোঝা যাবে তৃণমূল নিজের অস্তিত্ব বজায় রাখতে পারল নাকি আসন নিয়ে গেল গেরুয়া শিবির।

সম্পর্কিত খবর