ফের সিনেমায় পা রাখছেন বাবুল সুপ্রিয়, সৎ নেতার ভূমিকায় অভিনয় করবেন TMC বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক : বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একাধারে গায়ক, অভিনেতা ও নেতা। রাজনীতিতে আসার পর তাকে নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু তার শৈল্পিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন লোক খুব কমই পাওয়া যায়। হিন্দিতে গান গাওয়া দিয়ে যাত্রা শুরু করে অভিনয়, রাজনীতি সব জায়গাতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। বহুদিন পর আবার একটি বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই বিধায়ক – গায়ককে।

সম্প্রতি মুক্তি পেল উইন্ডোজ প্রোডাকশন নিবেদিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্দেশিত ছবি “লক্ষ্মী ছেলের” ট্রেলার। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে। উল্লেখ্য উইন্ডোজ প্রোডাকশনের সাথে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এটি প্রথম কাজ। এর আগে অবশ্য উজান উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে “রসগোল্লা” ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

জানা যাচ্ছে “লক্ষ্মী ছেলে” ছবিটিতে বাবুল সুপ্রিয় একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন। এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় সংবাদ মাধ্যমক্যা জানিয়েছে, “বর্তমান যুগে সৎ রাজনীতিবিদ পাওয়া খুবই কঠিন। তা আদৌ পাওয়া যায় কিনা ভাববার বিষয়। “লক্ষ্মী ছেলে” ছবিটিতে আমি একজন সৎ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করছি। ছবির গল্প অনুযায়ী এই প্রজন্মের চারজন ছেলমেয়ে একটি বিশেষ কাজে সাহায্য করছে। কি কাজ সেটা এখন বলবো না। এর জন্য ছবিটা দেখতে হবে। তবে এই ছবিতে আমি একটি খুব বড় বলে অভিনয় করছি।”

ছবির গল্প অনুযায়ী এক শিশু চারটি হাত নিয়ে জন্মগ্রহণ করে। সমাজের একটা অংশ শিশুটিকে জীবন্ত অবতার বলে ধারণা করে। দুই ডাক্তারি পড়ুয়া সেই শিশুটিকে কিভাবে নতুন জীবন দান করল সেই লড়াইয়েরই গল্প বলবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত “লক্ষী ছেলে।” ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৫ আগস্ট।

jpg 20220731 191653 0000

প্রসঙ্গত এর আগেও বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন বাবুল সুপ্রিয়। সেই ছবিগুলির মধ্যে উল্লেখ্য চাঁদের বাড়ি, ওগো বধূ সুন্দরী ইত্যাদি। এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বাবুলকে দেখা যাবে এক নতুন অবতারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর