দীর্ঘ এক মাসের অপেক্ষার পর মুক্তি, অবশেষে সাংসদ পদ থেকে ইস্তফা বাবুল সুপ্রিয়র

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রীত্ব খুইয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এরপর আচমকাই তিনি পুজোর আগে রাজনৈতিক সন্ন্যাস কাটিয়ে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ওনাকে বিজেপির তরফ থেকে আক্রমণ করা হচ্ছিল। আর সেই আক্রমণের প্রধান ইস্যু ছিল বাবুল সুপ্রিয়র সাংসদ পদ।

প্রায় মাস খানের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সাংসদ পদ থেকেও ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। উল্লেখ্য, এর আগেও তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বেশ কয়েকবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু স্পিকার সেই সময় ব্যস্ত থাকায় বাবুলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া হয়নি।

তবে বাবুলের বারবার আবেদনের পর অবশেষে মঙ্গলবার দিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা করার সময় দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর আজ ওনার সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়।

ইস্তফা দেওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বিজেপি থেকেই আমি আমার রাজনৈতিক জীবনের অধ্যায় শুরু করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতির প্রতি আমি কৃতজ্ঞ। ওনার আমার উপর অনেক ভরসা রেখেছিলেন। কিন্তু এখন আমি দলটাকে নিজের অন্তর থেকেই ছেড়েছি। আর এই কারণেই আমি বিজেপির টিকিটে জয়ী হওয়া সাংসদ পদও ছাড়লাম।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর