রাজীব কুমারকে সিবিআই খোঁজাখুঁজির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়েছে মমতার: বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : বুধবার দিল্লীতে মোদীর সঙ্গে সাক্ষাত্ করতে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য একপ্রকার তড়িঘড়ি দিল্লী যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর দিল্লী সফরকে মোটেও ভালো চোখে দেখছে না বঙ্গ বিজেপি। এর আগেই সোমবার বিকেলে সাংবাদিকদের সামনে মমতার দিল্লী সফর প্রশ্নের সাবধানী জবাব দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। এবার মমতার দিল্লী সফর নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় সরকারের কোনো বৈঠকেই তিনি ততপরতা দেখাননা। অথচ হঠাত্ সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে কেন তিনি দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন সেই বিষয়েও প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়।

   

সোমবার নিউটাউনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক তো খুশি হওয়ার মতো ব্যাপার। এতে রাজ্যের ভাল হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিটা এমন করে ফেলেছেন যে লোকে হাসাহাসি করছে।’ পাশাপাশি তিনি জানান  রাজীব  কুমারকে সিবিআইয়ের গ্রেফতারি নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী তাহলে দিল্লী ছুটলেন, প্রশ্ন তোলেন তিনি।এমনকি কটাক্ষ করে তিনি আরও বলেন, ট্রাঙ্ক খুললে না জানি কী বেরিয়ে পড়ে.. দেশের মানুষ এসব দেখে হাসছে।’

উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন মমতা। বুধবার বিকেলে মোদী ও মমতা বৈঠকে রাজ্যের বিভিন্ন সমস্যার পাশাপাশি, রাজ্যের কেন্দ্রীয় আর্থিক অনুদান নিয়ে আলচনা হতে পারে, বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর