গ্রাহকদের জন্য দুঃসংবাদ! দাম বাড়ছে জিও প্ল্যানের

বাংলা হান্ট ডেস্ক : কখনও বিনা মূল্যে আবার কখনও সস্তায় ধারাও পরিষেবা দিচ্ছে জিও, টানা তিন বছর ধরে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে একেবারে পিছনে ফেলে দিয়েছে জিও। তাই ভোডাফোন আইডিয়া এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলিকে বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। গত সোমবারই ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নিজেদের প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে, এবার মঙ্গলবার ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের পথেই হাঁটল রিলায়েন্স জিও।

তাই এত দিন অবধি সস্তায় জিও নেটওয়ার্কের ফুল স্পিড নেট এবং ফোন কল চার্জের যে সুবিধা গ্রাহকরা পেতেন তাতে বোধহয় ছেদ পড়তে শুরু করেছে। যদিও মাসুল কতটা বাড়বে তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলেনি সংস্থা। তবে মঙ্গলবার বিবৃতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের প্ল্যানের দাম বাড়াতে চলেছে এমনটাই ঘোষণা করেছিল জিও।

কিন্তু কোন প্ল্যানের দাম কত টাকা বাড়ল? ইন্টারনেট পরিষেবা নাকি কল চার্জের দাম বাড়ল? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দেশেদেশেই। আসলে গত তিন বছর ধরে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও একের পর এক অফার যেভাবে গ্রাহকদের বিনামূল্যে ব্যবহারের ওপর অভ্যস্ত করে ফেলেছিল তাতে এই খবর কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে।

তবে জিও র এই আগ্রাসী মাসুল ভোডাফোন আইডিয়া এয়ারটেল বিএসএলের মতো কোম্পানিগুলিকে ক্ষতি করেছে। এমনটাই দায়ী করে এসেছে ওই দুই সংস্থা। ইতিমধ্যেই বাজারে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেলের অন্যদিকে রিলায়েন্স জিও র প্রায় হাজার কোটি টাকা লাভ হয়েছে।

আর তাই নিজেদের প্ল্যান গুড়ের দাম বাড়িয়ে দিয়েছে ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল। তবে এ বার সেই পথেই হাঁটতে চলেছে জিও যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টেলিকম মহলে। উল্লেখ্য অক্টোবর মাসে আই ইউ সি র চার্জ অনুযায়ী রিলায়েন্স জিও রিলায়েন্স জিও টু অন্য নেটওয়ার্কে কল করার জন্য ছয় পয়সা প্রতি মিনিট হিসেবে কল চার্জ ধার্য করেছিল।

যদিও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্ল্যান্ট ধার্য করে প্রতিদিন হাজার মিনিট করে জিও টু জিও ফ্রি কলের পরিষেবা শুরু করেছে জিও, কিন্তু তার পরেই মূল্যবৃদ্ধি নিয়ে কার্যত জিও র প্রতি ক্ষোভ বেড়েছে সকলের।

সম্পর্কিত খবর