বিগত কয়েক বছরে ভারতে ব্যাডমিন্টনের ব্যাপক প্রসার বেড়েছে, মত গোপিচাঁদের।

জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ মনে করেন গত কয়েক বছরে ভারতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ব্যাডমিন্টন এর জনপ্রিয়তা। ভারতবর্ষে ব্যাপক হারে প্রসারিত হয়েছে ব্যাডমিন্টন। সেই কারণে গোপিচাঁদ মনে করেন এই খেলার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তার মতে ভারতবর্ষে ব্যাডমিন্টন এর জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করেছে বিগত কয়েক বছরে পিভি সিন্ধু এবং সাইনা নেওয়াল এর আন্তর্জাতিক আঙ্গিনায় ব্যাডমিন্টন এর উত্থান।

এই প্রসঙ্গে জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ বলেছেন “গত দশ বছরে ভারতীয় ক্রিড়াক্ষেত্রে সবথেকে বেশি প্রসারিত হয়েছে ব্যাডমিন্টন। আমি 2004 সালে যখন ব্যাডমিন্টন কোচিং শুরু করি তখন হায়দ্রাবাদে মাত্র দশটি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট ছিল। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারেরও বেশি। এর থেকেই বোঝা যায় ভারতে কি হারে বিস্তার লাভ করেছে ব্যাডমিন্টন।”

   

গোপিচাঁদ বলেছেন এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাডমিন্টন এর আধুনিক একাডেমীও তৈরি হয়েছে অনেকগুলি। এখন পাঞ্জাব, মনিপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও অনেকে আমার একাডেমীতে আসেন। এতেই বোঝা যাচ্ছে যে এখন ভারতীয়দের মধ্যে ব্যাডমিন্টন খেলার আগ্রহ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর