করুণ অবস্থা বাদুড়িয়ার, কচুপাতা খেয়ে কাটাতে হচ্ছে দিন

বাংলাহান্ট ডেস্কঃ ঘরে ঘরে ঢুকে জোড় করে তল্লাশি চালিয়ে মহিলা ও কিছু পুরুষকে ধরে দিয়েছে বসিরহাটের (Basirhat)। পুলিশ। পুলিশের ভয়ে ঘটনার পর থেকেই পুরুষ শূন্য গ্রাম। শিশুরা তাদের বাবার খোঁজ পাচ্ছে না। তাই স্বজনহারাদের দিন কাটছে রাস্তা ও পুকুরের ধার থেকে কচু পাতা তুলে সেদ্ধ খেয়ে।

kochu j j

করোনার (corona) সংকটকালে দু মুঠো অন্নের দাবিতে বুধবার দিনভর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল বাদুড়িয়া (Baduria) পৌরসভার ৯ নং ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলার দাস পাড়া ও কাহার পাড়া। দফায় দফায় পুলিশ ও গ্রামবাসীদের লড়াইয়ে ঘটনায় ৪ পুলিশ কর্মী আক্রান্ত হয়েছিলেন ও এলাকার কয়েকজন জন মহিলা ও পুরুষকে গ্রেফতার করা হয়।তার পরদিন বৃহস্পতিবার ঐ এলাকায় ঢুকলে দেখা যাচ্ছে একপ্রকার পুরুষ শূন্য হয়ে আছে পাড়া গুলি।

রাতভর চলেছে পুলিশি টহল, সকাল থেকে বাদুড়িয়া থানার পুলিশ পিকেটিং এর ব‍্যবস্থা করে। ঘরের ছেলেরা কেউ গ্রেফতার হয়েছে আবার কেউ বাড়ি ছেড়ে পালিয়েছে। এলাকায় ঢুকতেই চোখে পড়ছে স্বজনহারা মানুষের চোখের জল ও খাবারের চাহিদায় আর্তনাদ। তারা জানে না কবে তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। এই এলাকার অধিকাংশই পেশায় ভ্যান চালক, রিক্সা চালক কেউ বা দিন মজুর। কিন্তু টানা লকডাউনের বন্ধ তাদের কাজ কর্ম। একেবারে যে সাহায্য পায়নি তা নয়। কিন্তু তাদের দাবি, যেটুকু সাহায্য পেয়েছিলেন সব টাই শেষ। এখন না খেতে পেয়ে দিন গুজরানের জোগাড় তাদের। তাদের রাস্তায় নামে নিরন্ন মানুষ গুলো।

lockdown 2222
শারীরিক দূরত্ব বজায় রেখে বুধবার সকাল আটটা থেকে বসিরহাট-বনগাঁ রোডের জোড়া অশ্বততলায় থালা হাতে ত্রাণের দাবিতে অবরোধ করেন দাসপাড়া ও কাহারপাড়ার বাসিন্দারা। থালা হাতে রাস্তা অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গেলে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। রাজনৈতিকভাবে বৈষম্য করা হচ্ছে। পাশাপাশি এই পৌরবাসীর অবরোধ করার পিছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।

সম্পর্কিত খবর