টাইমলাইনপশ্চিমবঙ্গরাজনীতি

রত্নার অনুগামীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগ বৈশাখীর, পাল্টা ‘ছেলেধরা’ বলে কটাক্ষ শোভন পত্নীর

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার সম্মুখ সমরে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) ও রত্না চট্টোপাধ্যায় (Ratna Chattopadhyay)। শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফের একবার অভিযোগ তুললেন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ রত্না চট্টোপাধ্যায়ের অনুগামীরা তাকে ভয় দেখাচ্ছে।

বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় পাল্টা তোপ দাগলেন বৈশাখের বিরুদ্ধে। বৈশাখীকে ‘ছেলেধরা’ বলে কটাক্ষ রত্নার। শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায় এর ডিভোর্সের মামলার জন্য গতকাল তারা হাজির হয়েছিলেন আদালতে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সাথে। আদালত চত্বরে দাঁড়িয়ে বৈশাখী অভিযোগ করেন, অহেতুক প্রচুর লোক নিয়ে আদালতে যাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। বিভিন্নভাবে তারা ভয় দেখানোর চেষ্টা করছে।

বৈশাখীর দাবি, অনুমতি ছাড়াই তার ছবি তোলা হচ্ছে। সরাসরি রত্না চট্টোপাধ্যায়কে নিশানাও করেন তিনি। রত্না চট্টোপাধ্যায় এদিন ফের একবার ব্যক্তিগত আক্রমণ করেন শোভন ও বৈশাখীকে। সরাসরি তিনি প্রশ্ন করেন, “ও কেন সিঁদুর পরে? ওর তো ডিভোর্স হয়ে গিয়েছে।”

shovan baishakhi ratna

পাশাপাশি তিনি আরোও বলেন, “নিজের মেয়েকে কেন বারবার আমার স্বামীর সন্তান বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে সব জায়গায়?” এছাড়াও, শোভন-বৈশাখীকে পুজোর সময় নাচা নিয়েও বিদ্রুপ করেন রত্না। রত্না চট্টোপাধ্যায় বলেন, “নোংরা উনি। টিভিতে যেভাবে নেচেছেন তাতে কেউ ওদের ভদ্রলোক বলে না।”

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker