তৃণমূল থেকে বহিস্কার করা হল বৈশালী ডালমিয়াকে, তুমুল প্রতিক্রিয়া দিলেন বিধায়কও

বাংলা হান্ট ডেস্কঃ আজই রাজ্যের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajiv Banerjee)। ওনার ইস্তফার পর তৃণমূলের (All India Trinamool Congress) আরেক বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) নিজের দলকে কটাক্ষ করেন। এরপরই তৃণমূল নেতৃত্ব কড়া সিদ্ধান্ত নিয়ে হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিস্কার করে।

ঘটনার প্রতিক্রিয়া দিয়ে বৈশালী ডালমিয়া বলেন, আমি খুব খুশি হলাম। তৃণমূল নেত্রী এখন কংগ্রেস থেকে আসা লোকজনের কথায় চলছেন। যারা প্রকৃত তৃণমূল তাঁদের গুরুত্ব না দিয়ে, অন্য দল থেকে আসা মানুষদের গুরুত্ব দেওয়া হয়। এর আগেই আমি বলেছিলাম যে, দলটাকে উইপোকার মতো খাওয়া হচ্ছে। দলের উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না। স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের এই দলে কোনও জায়গা নেই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর