জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে ছাত্রদের! অভিযোগের ভিত্তিতে পরীক্ষা চলাকালীন স্কুলে তাণ্ডব বজরং দলের

বাংলাহান্ট ডেস্কঃ স্কুলে ছাত্রদের ধর্মান্তরিত করা হচ্ছে, এই অভিযোগেই পরীক্ষা চলাকালীন এক স্কুলে ঢুকে হাঙ্গামা করল বজরং দল (Bajrang Dal)। সঙ্গে ছিল বেশ কয়েকটি হিন্দু সংগঠনও। ইটবৃষ্টি থেকে শুরু করে ভাঙচুর চালানো হয় স্কুলে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ৷

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিদিশা জেলার গঞ্জ বাসোদায় ক্রিশ্চিয়ান মিশনারিজ স্কুল সেন্ট জোসেফে। স্কুলে তখন চলছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অঙ্ক পরীক্ষা। আর তারই মাঝে হামালা চালানো হয়। স্যোশাল মিডিয়া মারফত তাঁরা খবর পেয়েছিলেন, স্কুলের কয়েকজন ছাত্রকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। আর তার জেরেই সেখানে হামলা চালায় তাঁরা।

এই ধর্মান্তরিত করার অভিযোগ তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন আবার বজরং দলে স্থানীয় নেতা নীলেশ আগরওয়াল। তিনি জানান, যদি এই ঘটনায় স্কুলের কোনভাবে হাত থাকে, তাহলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। এই ঘটনায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রোশন রাই জানান, ধর্মান্তরকরণের অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে স্কুলের ম্যানেজমেন্টকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঘটনার বিষয়ে ফোনের ফুটেজ থেকে দেখা যায়, প্রচুর সংখ্যক মানুষ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আর তাঁদের থামানোর চেষ্টা করছে পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ছোঁড়া ইট, পাথর থেকে নিজেদের রক্ষা করতে পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোনওক্রমে পালিয়ে বাঁচছেন। ভেঙে পড়ছে জানলার কাচ, আতঙ্কিত পড়ুয়ারা আবারও পরীক্ষার দাবি জানিয়েছেন।

যদিও আগে থাকতেই এই ঘটনা ঘটার আঁচ করতে পেরে স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনি পুলিশে খবর দিয়ে রেখেছিলেন। কিন্তু পুলিশ সঠিক সময়ে কোন পদক্ষেপ নিতে পারেনি বলেও অভিযোগ করেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর